Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১১, ২০২৪

নিট প্র‌শ্নফাঁসের অভিযোগে পাটনা থেকে গ্রেফতার আরো এক

আরম্ভ ওয়েব ডেস্ক
নিট প্র‌শ্নফাঁসের অভিযোগে পাটনা থেকে গ্রেফতার আরো এক

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরো এক চক্রীকে গ্রেফতার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ধৃতের নাম রাকেশ রঞ্জন। সিবিআইয়ের দাবি নিট কেলেঙ্কারিতে তিনিই মূল চক্রীদের মধ্যে অন্যতম ।

নিটের প্রশ্নফাঁসের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী দশদিন ধরে নিজেদের হেফাজতে রেখে জেরা করবে সিবিআই । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করার জন্য বিহার এবং কলকাতার দু জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । অবশেষে তাকে পাটনা থেকে গ্রেফতার করে সিবিআই। নিট পরীক্ষায় কারচুপির অভিযোগে এপর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। তাদের মধ্যে ঝাড়খন্ডের একটি স্কুলের প্রিন্সিপাল এবং তাঁর সহকারীও রয়েছেন ।

বৃহস্পতিবার রাকেশের কাছে থেকে পরীক্ষা সংক্রান্ত নথি এবং বৈদ্যতিক গেজেট উদ্ধার করা হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দেশ জোড়া অবৈধ চক্রের খোঁজে ইতিমধ্যেই সিবিআই এর সঙ্গে হাত মিলেয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশও।

রঞ্জন গ্রেফতার হওয়ার পর সংবাদ মাধ্যমে সিবিআই জানিয়েছে, তাদের অনুমান, ঝাড়খন্ডের হাজারিবাগে একটি স্কুল থেকেই প্র‌থম ফাঁস হয় নিটের প্রশ্নপত্র। তারপরে তা ছড়িয়ে পরে বিহারে ।

নিট প্রশ্নফাঁস কান্ডের ঘটনা পরম্পরার উল্লেখ করে সিবিআই এর তরফে বলা হয়েছে, সর্ব ভারতীয় মেডিক্যাল প্রবেশিকার জন্য এবার নটি আলাদ আলদা সেটের প্র‌শ্নপত্র প্রস্তুত করা হয়েছিল। প্রবেশিকার প্র‌থম দফার পরীক্ষা হয় ৫ জুন, তার ঠিক দুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্ধারিত লকারে প্র‌শ্নপত্র গুলো রাখা হয়েছিল। সেখান থেকেই, পরীক্ষার আগে, দুটো সেট প্রশ্ন পত্র পাঠানো হয়েছিল হাজারিবাগের ওয়েসিস স্কুলে। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই প্রশ্নপত্রের খামে আটকানো সীল খুলে ফেলা হয়েছিল। সিবিআই এর দাবি, সেই সময়ে ওই স্কুলে উপস্থিত ছিলেন রকি । তিনিই ওই খোলা খাম থেকে প্রশ্নপত্রের ছবি তুলে ‘সলভার গ্যাঙ’ এর কাছে পাঠায় । পরে উত্তরসহ সেই প্র‌শ্ন ছাত্রছাত্রীদের একাংশের কাছে বিক্রি করা হয় লক্ষ টাকায়। রকি রঞ্জনের সঙ্গে এই দুষ্কর্মের অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়ারও যোগসুত্র খুঁজে পেয়েছে তদন্তকারী দল। গত দুদশক ধরে সঞ্জয় প্রশ্ন ফাঁসের কুচক্র চালাচ্ছেন বিহারে।

প্র‌শ্নপত্র ব্যাঙ্ক থেকে না স্কুলে যাওয়ার পথে ফাঁস হয়, তা এখনো স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। যদিও শীর্ষ আদালতে সিবিআই এর তরফে দাবি করা হয়েছে, ২০২৪ সালের নিট-ইউজির কোনও প্রশ্ন ছড়িয়ে পড়েনি সমাজমাধ্যমে। তারা বলেন, প্রশ্ন ফাঁস হয়েছে ঠিকই, তবে তা একেবারেই স্থানীয় স্তরে। আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!