Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১০, ২০২২

দ্বাদশীতে মমতার বাড়িতে মুকুল, পঞ্চায়েত ভোটের আগে অবস্থান বদলের নতুন জল্পনা

সামনে পঞ্চায়েত নির্বাচন, মুকুল মমতা বৈঠক নিয়ে নতুন জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বাদশীতে মমতার বাড়িতে মুকুল, পঞ্চায়েত ভোটের আগে অবস্থান বদলের নতুন জল্পনা

পুজোর পর, দ্বাদশীতে মমতা-মুকুল বৈঠক হল কালীঘাটে। সাড়ে তিন বছরের বেশি সময় জুড়ে গেরুয়া শিবিরের সঙ্গে ‘বাধ্যতামূলক’ ঘর করার অভিজ্ঞতা অতিক্রম করে মুকুল তাঁর আদি দলে ফিরেছিলেন। কিন্তু রাজনীতিতে তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। বিজেপির প্রতি বিরক্ত হলেও তাঁদের টিকিটে নির্বাচিত বিধায়কের পদ ছাড়েননি। কখনও চুপচাপ, কখনও যৎসামান্য প্রতিক্রিয়া এই তাঁর সাম্প্রতিক রাজনীতি।এর বাইরে দলীয় সমাবেশে, ঘরোয়া বৈঠকেও তাঁকে দেখা যায়নি। এবার কি বিধায়ক পদে ইস্তাফা দিয়ে তৃণমূলে ফিরে আসবেন রাজ্য রাজনীতির অন্যতম কারিগর। তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর সর্বশেষ বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা চলছে। মমতা কিংবা মুকুল কেউই এপ্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। নেত্রীর সঙ্গে একঘন্টারও বেশি কথা হয়েছে বলে সূত্রের খবর। কী নিয়ে আলোচনা হয়েছে জানা যায়নি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি এটা দলনেত্রীর সঙ্গে বিজয়ার পর সৌজন্য সাক্ষাত।

মুকুলের রাজনৈতিক দূরদর্শিতা ছিল প্রশ্নাতীত, জনসংযোগও ভালো। সামনে পঞ্চায়েত নির্বাচন, ভোটের আগে কোন ভূমিকা গ্রহণ করবেন, তা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।তৃণমূল দলের অন্যতম প্রতিষ্ঠাতা আবারও কী তাঁর দলে স্বমহিমায় কাজ শুরু করবেন? পুজোর দিনকয়েক আগে, নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে মুকুল রায়কে ফোন করেছিলেন মমতা। পরদিনই তৃণমূল সদর দফতরে  গিয়ে সুব্রত বক্সির সঙ্গে কথা বলেছেন মুকুল। এবার সরাসরি দলনেত্রীর সঙ্গে কথা বললেন কালীঘাটে গিয়ে। বৈঠকের পর থেকেই উত্তর চব্বিশ পরগণায় আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয় নেতাদেরও মুকুল রায়ের বাড়িতে আনাগোনা বাড়ছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!