- এই মুহূর্তে দে । শ
- মে ২৮, ২০২৪
মানবপাচার ও জালিয়াতির দায়ে সারা দেশে গ্রেফতার ৫, বাজেয়াপ্ত ভুয়ো পাসপোর্ট ও নথি

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এর হাতে ধরা পড়ল মানব পাচার ও সাইবার জালিয়াতির দায়ে অভিযুক্ত ৫ জন । স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের সাহায্য নিয়ে দেশের ১৫টি স্থানে এই তল্লাশি অভিযান চলে। এই জায়গাগুলি হল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাত, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং চণ্ডীগড়।
অভিযুক্ত ভাদোদরার মনীশ হিঙ্গু, গোপালগঞ্জের পহলাদ সিং, দিল্লির নবিয়ালম রায়, গুরুগ্রামের বলওয়ান্ত কাটারিয়া এবং চণ্ডীগড়ের সর্তাজ সিং -দের বিরুদ্ধে অভিযোগ এরা মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন বেকার যুবকদের বিদেশে পাচার করত। গোল্ডেন ট্রায়াঙ্গেল স্পেশাল ইকোনমিক জোন (এসইজেড), লাওস এবং কম্বোডিয়া-সহ একাধিক জায়গায় তাদের তৈরি ভুয়ো কল সেন্টার রয়েছে। সেখানে যুবকদের কাজ করতে বাধ্য করা হত।ক্রেডিট কার্ড জালিয়াতি, ভুয়ো অ্যাপ্লিকেশন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, হানি ট্র্যাপের মতো কাজে বাধ্য করা হত তাদের ৷ ৷ ব়্যাকেটটির মূল চালিকাশক্তি অবশ্য দেশের বাইরে রয়েছে ৷ ধৃত অভিযুক্তদের কাজ ছিল এই অশুভ চক্রটিকে দেশের ভিতরে পরিচালনা করা।
অভিযুক্তদের কাছে জালিয়াতি সংক্রান্ত একাধিক নথিপত্র, ল্যাপটপ, প্রচুর ভুয়ো পাসপোর্ট, মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন এন আই এর তদন্তকারী আধিকারিকেরা। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা জানিয়েছেন , দেশের একাধিক রাজ্য ছাড়াও মধ্যপ্রাচ্য, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ইত্যাদি একাধিকদেশে ছড়িয়ে রয়েছে এই জাল ৷
এদিকে গতকাল গুরগাওয়ের পুলিশ ইউটিউবে পরিচিত মুখ ববি কাটারিয়াকে মানব পাচারের দায়ে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উত্তরপ্রদেশের ফতেহপুরের বাসিন্দা অরুণ কুমার এবং হাপুরের বাসিন্দা মণীশ তোমর।
অভিযোগকারীরা জানিয়েছে, ববির ইউটিউব চ্যানেলে তাঁরা বিদেশে চাকরির বিজ্ঞাপন দেখে । ওই বিজ্ঞাপনে দেওয়া নম্বরে তাঁরা ফোন করলে ববি তাঁদের ১০৯ সেক্টরে নিজের অফিসে ডেকে পাঠান। সেইমতো, তাঁরা এই বছর ১ ফেব্রুয়ারি সেখানে আসেন এবং তাঁদের নাম নথিভুক্ত করার জন্য প্রথমে ২০০০ টাকা ববিকে দেন। ১৩ ফেব্রুয়ারি, ৫০০০০ টাকা তার অফিসিয়াল অ্যাকাউন্টে পাঠানোর জন্য বলা হয়। ওই অ্যাকাউন্টের নাম ছিল এমবিকে গ্লোবাল ভিসা প্রাইভেট লিমিটেড। এরপরেও আরও বেশ কয়েকবার টাকা নিয়ে তাঁদেরকে লাওসে পাঠানো হয়। সেখানে তাঁদের সঙ্গে দেখা করে অভি নামক এক পাকিস্তানি এজেন্ট।তাঁদের পরে একটি চিনা সংস্থায় নিয়ে যায়। সেখানে তাঁদের ওপর শারীরিক নিগ্রহ করে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। জোর করে সাইবার জালিয়াতিতে তাদের নিযুক্ত করা হয় । অন্যথায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁরা এরপর লুকিয়ে পালিয়ে আসেন ভারতীয় দূতাবাসে এবং ভারতে ফিরে ববি কাটারিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। তাঁরা দাবি করেছেন, এইরকম আরও ১৫০ নরনারী ইতিমধ্যেই পাচার করেছেন ববি। ‘
#WATCH | Haryana Gurugram Social media influencer Balwant Kataria also known as Bobby Kataria arrested on charges of human trafficking
Gurugram Police PRO Sandeep Kumar says, "On the inputs of Central agency, Gurugram Police had conducted a raid based on a complaint from a… pic.twitter.com/itcUv8UgxI
— ANI (@ANI) May 28, 2024
❤ Support Us