- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১২, ২০২৩
বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে এনআইএ চার্জশিট পেশ করল, নাম রয়েছে এক তৃণমূল নেতা-সহ ৭ জনের
মঙ্গলবার বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে চার্জশিট পেশ করল এনআইএ। এই চার্জশিটে নাম রয়েছে ৭ জনের। তাঁদের মধ্যে একজন তৃণমূল নেতা।
২০২২ সালের জানুয়ারি মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙার রামেশ্বরপুর। সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১ জনের। মৃতের সংখ্যা কম থাকলেও বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। গত অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এই বিস্ফোরণকাণ্ডের তদন্তভার নিয়েছিল এনআইএ। তদন্তে নেমে তারা জানতে পারে এই বিস্ফোরণে ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে সেসব সেনাদের ব্যবহার করা গ্রেনেডের সমান শক্তিশালী। ঘটনাস্থল থেকে ৭৪টি গ্রেনেডও উদ্ধার করেছিল পুলিশ। এধরনের সরঞ্জাম কোথা থেকে এল, কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত কি না, তা দেখতে তদন্ত করা হয়। সেই মামলায় ইউএপিএ আইনের ধারা যুক্ত করতে চেয়ে আদালতে যায় এনআইএ। সেই অনুমতি দেয় আদালত।
এই মামলায় মঙ্গলবার চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে নাম রয়েছে ইমদাদুল হক, সুখচাঁদ আলি, মনসুর আলি, মাসাদুল হক, হাবিবুর রহমান, তাহাবুল শেখ, ইসাউদ্দিন শেখ (মৃত)-এর। এদের বিরুদ্ধে ১২০ বি, ২০১, ৩০৪ আইপিসি, ৪, ৫, ৬ এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট ও ১৮ ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে।
❤ Support Us