Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৪

‌আজ তাপমাত্রার পারদ ছাড়াতে পারে ৪০ ডিগ্রি, কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আজ তাপমাত্রার পারদ ছাড়াতে পারে ৪০ ডিগ্রি, কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

তীব্র দাবদাহের হাত থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.‌৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪০.‌৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, দমদমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তাপমাত্রার পারদ যদি ৪০ ডিগ্রি অতিক্রম করে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমপক্ষে পাঁচ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ ঘোষণা করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গরমের হাত থেকে আপাতত মুক্তি পাওয়ার কোনও অবকাশ নেই।
আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘‌বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে আর্দ্রতার অনুপ্রবেশ খুবই সামান্য। পৃষ্ঠের কাছাকাছি হালকা আর্দ্রতা রয়েছে। কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে ১ কিলোমিটারের বাইরে কিছুই নেই। উপসাগর থেকে আর্দ্র বাতাসের বেশিরভাগই উত্তর–পূর্ব দিকে যাচ্ছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গে স্থানীয় বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ২২ এপ্রিলের আগে অভিন্ন এবং বিস্তৃত বজ্রঝড়ের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।’‌ পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে, ২০১৬ সালের এপ্রিল থেকে ২০২৩ সাল পর্যন্ত কলকাতায় ধারাবাহিক তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি।
দক্ষিণবঙ্গের জেলাগুলি ইতিমধ্যেই তাপপ্রবাহের কবলে পড়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা এক বুলেটিনে বলা হয়েছে, ‘‌বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি জেলাগুলিতে তাপপ্রবাহের অবস্থা প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। গরম এবং আর্দ্র আবহাওয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তাপপ্রবাহের অবস্থা থেকে গুরুতর তাপপ্রবাহের অবস্থার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের অবস্থা খুব বেশি বিরাজ করার সম্ভাবনা রয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!