Advertisement
  • ভা | ই | রা | ল
  • মার্চ ২৬, ২০২২

হলিউড স্টাইলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে ভাইরাল কিম

হলিউড নায়কদের মতো লেদার জ্যাকেট ও কালো চশমায় হাজির উত্তর কোরিয়ার শাসক।

আরম্ভ ওয়েব ডেস্ক
হলিউড স্টাইলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে ভাইরাল কিম

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া দাবি করেছে যে, সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া । ২০১৭ সালের পর আবার ২০২২-এর (২৪ মার্চ) বৃহস্পতিবার নিষিদ্ধ এই আইসিএমবি’র পরীক্ষা চালালো দেশটি । এই উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া প্রশাসন। ভিডিওতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্টাইল বেশ নজর কেড়েছে। হলিউড নায়কদের মতো লেদার জ্যাকেট ও কালো চশমায় হাজির হয়েছেন তিনি। ভিডিওটি আরও রোমাঞ্চ সংযোজনের জন্য স্পেশাল এফেক্ট ও নাটকীয় সঙ্গীত ব্যবহার করা হয়েছে ।  বহু সংবাদমাধ্যমের প্রতিবেদনে, রসিকতা করে ভিডিওটির সঙ্গে হলিউডের অ্যাকশন ছবির তুলনা করা হয়েছে। কেউ কেউ ভিডিওটির সঙ্গে টম ক্রুজের টপ গান ছবির ক্লিপের তুলনা করেছেন। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।
আইসিএমবি মূলত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। এর পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, হাওয়াসং-১৭ নামের ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষার সময় হাততালি দিচ্ছেন৷ (ছবি: এপি)

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দেন। তাদের দাবি এই অস্ত্র পারমাণবিক হামলা মোকাবিলা করতে সক্ষম।হাওয়াসং-১৭ নামের ক্ষেপণাস্ত্রটি প্রথম উন্মুক্ত করা হয় ২০২০ সালের এক সামরিক প্রদর্শনীতে। সেখানে বিশালাকার এই অস্ত্র দেখে অবাক হয়ে যায় ইউক্রেনেবাসী । বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবারের পরীক্ষাটি শনাক্ত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের কর্মকর্তাদের মতে, এটি এক ঘণ্টার বেশি সময় ধরে উড়ে ১ হাজার ১০০ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!