- দে । শ
- নভেম্বর ২১, ২০২৩
দেশের উন্নয়নের স্বার্থেই জরুরি এক দেশ এক নির্বাচন, বললেন কোবিন্দ
এক দেশ , এক নির্বাচন নিয়ে যে কমিটি তৈরি হয়েছে তার চেয়ারম্যান দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সম্প্রতি উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এক অনুষ্ঠানে এক দেশ ,এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা এক দেশ, এক নির্বাচন বিষয়ক কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ। তিনি এই প্রসঙ্গে যা বলেছেন তার অর্থ হচ্ছে, উন্নয়নের স্বার্থে এক দেশ, এক নির্বাচন জরুরি। কারণ এর ফলে উন্নয়ন গতি প্রাপ্ত হয়। সরকারি সুবিধা থেকে জনগণের বঞ্চিত হওয়ার সম্ভাবনা ও আশংকা কম থাকে এবং অর্থের অপচয় কম হয়।
১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫২ সালে দেশে প্রথম নির্বাচন হয়। তারপর থেকে ১৯৬৭ পর্যন্ত এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়া দেশে চালু ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার পড়ে যায়। ফলে ১৯৬৭ সালের পর থেকে আর একসঙ্গে সারা দেশে নির্বাচন হতে পারেনি। এখন সেই প্রক্রিয়াকে ফিরিয়ে আনতেই নতুন করে উদ্যোগ শুরু হয়েছে বলে জানান রামনাথ কোবিন্দ।
প্রসঙ্গত কেন্দ্রের বিজেপি সরকার এক দেশ, এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছে। তার পরেই এই ইস্যুতে কমিটি তৈরি হয়। সেই কমিটির চেয়ারম্যান হন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে রামনাথ কোবিন্দ-এর এই বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস-তৃণমূল সহ সব বিজেপি বিরোধী দল। তবে রামনাথ কোবিন্দ জানান, এক দেশ, এক নির্বাচনের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। তাই সব রাজনৈতিক দলের উচিত এই প্রক্রিয়াকে সমর্থন করা। কারণ জাতীয় নির্বাচন কমিশন, সংসদ বিষয়ক কমিটি ও নীতি আয়োগ দেশ ও জনগণের স্বার্থে এক দেশ, এক নির্বাচনকে সমর্থন জানিয়েছে। এক দেশ, এক নির্বাচন বিষয়ক রিপোর্টও ইতিমধ্যেই জমা পড়েছে বলে রামনাথ কোবিন্দ জানান।
❤ Support Us