Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১, ২০২৪

‌ম্যাচের আগের দিন অনুশীলনে মাত্র ৬ জন!‌ স্পিন সামলাতে সুইপে জোর শুভমানদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ম্যাচের আগের দিন অনুশীলনে মাত্র ৬ জন!‌ স্পিন সামলাতে সুইপে জোর শুভমানদের

শুক্রবার থেকে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত। অথচ ম্যাচের আগের দিন অনুশীলনে হাজির মাত্র ৬ ক্রিকেটার। অধিনায়ক রোহিত শর্মাসহ কোনও সিনিয়র ক্রিকেটার অনুশীলনে আসেননি। অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সৌরভ কুমার, সরফরাজ খান, রজত পতিদার ও ধ্রুব জুরেল।
অনুশীলনে মোটামুটি প্রথম একাদশ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিশেষত দুটি জায়গা নিয়ে। লোকেশ রাহুলের জায়গায় প্রথম একাদশে কে ঢুকবেন, রজত পতিদার না সরফরাজ খান। আর রবীন্দ্র জাদেজার জায়গায় কাকে খেলানো হবে?‌ ওয়াশিংটন সুন্দর না কুলদীপ যাদবকে। আলোচনায় রয়েছে সৌরভ কুমারও।
আগের দিন নেটে সরফরাজ খানকে খুব বেশি প্র‌্যাকটিস করতে দেখা যায়নি। বিপক্ষ শিবির যাতে পরিকল্পনা না করতে পারে, হয়তো তার জন্যই লুকিয়ে রাখা হয়েছিল। তবে রজত পতিদার ও সরফরাজ খানের মধ্যে একজনের যে টেস্ট অভিষেক হচ্ছে, এটা নিশ্চিত। বৃহস্পতিবার অপশনাল প্র‌্যাকটিসে দুজনই নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। মূলত সুইপ ও রিভার্স সুইপের ওপর বেশি জোর দেন।
ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছে শুভমান গিল ও শ্রেয়স আয়ারের রানের মধ্যে না থাকা। দুজনই রানে ফিরতে মরিয়া। এদিন নেটে দীর্ঘক্ষণ বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করেন শুভমান। কোহলি না থা থাকায় রোহিতের সঙ্গে শুভমান, শ্রেয়সকে বাড়তি দায়িত্ব নিতে হবে। কারণ বাকিরা তরুণ। টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
দুই জোরে বোলার নিয়ে মাঠে নামবে ভারত। যশপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ। সঙ্গে ৩ স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের সঙ্গে কাকে খেলানো হয়, সেটাই দেখার। কুলদীপ যাদবের পাল্লা ভারি। আবার ব্যাটিংয়ের কথা মাথায় রেখে ওয়াশিংটন সুন্দরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রথম টেস্টে ভারতীয় শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার টম হার্টলি। তাঁকে সামলানোর জন্য নেটে বিশেষ অনুশীলন ভারতীয় ব্যাটারদের। টম হার্টলির সঙ্গে এই টেস্টে যুক্ত হচ্ছেন শোয়েব বশির। তাঁর সম্পর্কে কোনও ধারণা নেই রোহিতদের। বাড়তি সতর্ক হয়ে মাঠে নামতে হবে ভারতকে। রিভার্স সুইপ ও সুইপ নিয়ে ভারতীয় শিবিরের আলাদা পরিকল্পনা আছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!