Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২, ২০২৩

বিসিসিআই–য়ের অনুরোধ মেনে ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
বিসিসিআই–য়ের অনুরোধ মেনে ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান

১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু নবরাত্রির অনুষ্ঠানের জন্য ওই দিন ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে আমেদাবাদ প্রশাসন। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি পাকিস্তানের কাছে ম্যাচ এগিয়ে নিয়ে আসার অনুরোধ করে। বিসিসিআই ও আইসিসি–র অনুরোধ মেনে ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সূচি প্রকাশ করবে আইসিসি। শুধু ভারত–পাকিস্তান ম্যাচ নয়, আরও কয়েকটা ম্যাচের দিন বদল হবে। শুধু ভারত–পাকিস্তান ম্যাচই নয়, পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের দিনও পরিবর্তন হবে। পূ্র্ব প্রকাশিত সূচি অনুযায়ী ১২ অক্টোবর পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে। হায়দরাবাদে খেলা হবে। ১২ তারিখ হায়দরাবাদে খেলে পরের দিন আমেদাবাদে পৌঁছবে পাকিস্তান। তারপর আবার ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ। ফলে বিশ্রাম পাবে না পাকিস্তান। সেকথা মাথায় রেখে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচও এগিয়ে নিয়ে আসা হচ্ছে। বাবর আজমরা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান সেই বিষয়টিও গুরুত্ব দিচ্ছে আইসিসি।
নতুন সূচি অনুযায়ী ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। আর পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ ২দিন এগিয়ে নিয়ে আসা হচ্ছে। ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এর ফলে তিন দিন বিশ্রাম পাবেন বাবর আজমরা। এছাড়া আরও কয়েকটা ম্যাচের দিন বদল হবে। সোমবার চূড়ান্ত ঘোষণা হতে পারে পরিবর্ত সূচির। ম্যাচের দিন পরিবর্তন হলে দর্শকরা সমস্যায় পড়বেন। কারণ অনেকেই ইতিমধ্যে হোটেল বুকিং করে ফেলেছেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!