Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১০, ২০২৩

সিভিক ভলিন্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাজে নামানোর পরিকল্পনা রাজ্যের : শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
সিভিক ভলিন্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাজে  নামানোর পরিকল্পনা রাজ্যের : শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার টুইট করে চাঞ্চল্যকর দাবি করেছেন, তাতে তিনি লিখেছেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলিন্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে ভোটের কাজে লাগানোর পরিকল্পনা করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। শুভেন্দু অধিকারী তাঁর টুইটে জানিয়েছেন, বিশেষ সূত্রের মাধ্যমে তাঁরা জানতে পেয়েছেন।

কলকাতা হাই কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে নির্বাচনের মতো কোনও গুরুত্বপূর্ণ কাজ সিভিক ভলিন্টিয়ার করতে পারবে না তখন শুভেন্দু অধিকারীর রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ অবশ্যই অত্যন্ত গুরুতর।

শুভেন্দু অধিকারী তাঁর টুইট লিখেছেন, “আমাদের বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলান্টিয়ারদের পুলিশ কর্মী হিসাবে পঞ্চায়েত নির্বাচনে মোতায়েন করার পরিকল্পনা করছে। সিভিক ভলিন্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে এই কাজে লাগানো হবে। সিভিক ভলান্টিয়ারদের যাতে চিহ্নিত করা না যায় তার জন্য বিভিন্ন জেলার মধ্যে তাদের পাঠানো  হবে। সিভিক ভলিন্টিয়ারদের  “সংবেদনশীল” জেলা যেমন  জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম জেলায় পাঠানো হবে।

শুভেন্দু অধিকারী তাঁর টুইট লিখেছেন, এটি একটি দ্বিমুখী কৌশল:-

ক) বুথ পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের ঘাটতি কোনোভাবে পূরণ করা

খ) “সংবেদনশীল” জেলাগুলি হল এমন এলাকায় রয়েছে, যেখানে টিএমসি অত্যধিকভাবে জায়গা হারিয়েছে, তাই বিরোধীদের সমস্যা বাড়াতে এই বাড়তি   শক্তি প্রয়োজন

পরিশেষে শুভেন্দু অধিকারী তাঁর টুইট লিখেছেন, আমরা এবার আমাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছি। আমাদের ডাটাবেসে নাগরিক স্বেচ্ছাসেবকদের বিবরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে; যেমন তাদের পরিচয় এবং কোথায় পোস্ট করা হয়েছে। কোনো প্রতারণা বা প্রতারণার চেষ্টা করা হলে যথাযথ ভাবে আমাদের তরফে তার মোকাবিলা করা হবে। আমরা এই বিষয়ে যথাযথ  প্রমাণ সংগ্রহ করব এবং মাননীয় কলকাতা হাইকোর্টকে জানাব। কেননা কলকাতা হাই কোর্টের দেওয়া সিভিক ভিলিন্টিয়ারদের কাজ সম্পর্কিত নির্দেশ রাজ্য সরকার  কী ভাবে ও কতটা হাস্যকর ভাবে উপেক্ষা করছে সেটাও আমরা আদালতে তুলে ধরব।

প্রসঙ্গত কলকাতা হাই কোর্টে কংগ্রেস ও বিজেপির তরফে শুক্রবার পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলিন্টিয়ার দিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাজ করানো যাবে না বলে একটি মামলা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!