- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৩
পঞ্চায়েত নির্বাচন ঘিরে নৈরাজ্যের অভিযোগে কমিশনকে অধীরের চিঠি। তেমন কোনো অশান্তি নেই রাজ্যে, দাবি সৌগতর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিতে প্রবীন তৃণমূল বিধায়ক সৌগত রায় জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোনা বড়ো রকমের অশান্তির ঘটনা ঘটেনি।
অধীর রঞ্জন চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনকে যে ছিঠি লিখেছেন তার মূল কথা হচ্ছে, “পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য চরম নৈরাজ্য চলছে। কোনও আইনের শাসন রাজ্যে নেই। শাসক দলের সহায়তায় সমাজবিরোধীরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই নৈরাজ্য সৃষ্টি করছে।”
অধীর রঞ্জন চৌধুরী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, “গণতন্ত্রকে হত্যা করার এই প্রয়াস পঞ্চায়েত নির্বাচনের আগে যে ভাবে বাড়ছে সেটা যথেষ্ট উদ্বেগের। মানুষের অধিকার, গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রে এই পরিবেশ মোটেই কাম্য নয়।”
অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, “উত্তর দিনাজপুরের চোপড়ার লালবাজারে ১২ জুন তৃণমূলের দুস্কৃতীরা কংগ্রেস প্রার্থী জহিদুল ইসলামকে বন্দুক দেখিয়ে অপহরণের চেষ্টা করে। দুস্কৃতীরা জহিদুলকে নির্মম ভাবে পেটায়। এটা মানুষ দেখেছে। এর পর কংগ্রেস কর্মীরা লোকজন নিয়ে জহিদুলকে অপহরণ করার ঘটনায় দুস্কৃতীদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে বৈশাখু কর্মকার নামে এক ব্যক্তি মারা যায়। এই পরিস্থিতিতে কমিশনের শান্তিতে ও সুষ্ঠুভাবে ভোট করার ইচ্ছে স্বপ্নসম। তাই আমি কমিশনারকে অনুরোধ করছি, আপনি আপনার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুণ।”
এদিকে সৌগত রায় বলেছেন, “আমি মনে করি না পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে একাধীক সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মুর্শিদাবাদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমরা চাই শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন।”
❤ Support Us