Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • ফেব্রুয়ারি ২১, ২০২২

সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত

আরম্ভ ওয়েব ডেস্ক
সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত

সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৯০ । বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি । মাঝে হাসপাতালেও ভর্তি
হয়েছিলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি। সুরকারের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচির মতো শিল্পীরা।

সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রর মতো জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছেন তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া ‘এখনও সারেঙ্গিটা বাজছে’.. গানটি বহুল জনপ্রিয় হয়। আশা ভোঁসলের কণ্ঠে ‘ও পাখি উড়ে আয়’, সুবীর সেনের কণ্ঠে ‘নয় থাকলেও আরও কিছুক্ষণ’ গানটি এখনও জনপ্রিয়।

সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকহত ।

তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি। অভিজিৎবাবু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের ক্ষতি হল। আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানাচ্ছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!