শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিচারপতি মান্থার এজলাসে শুনানি আগামীকাল
বাঙালির মাছভাত খাওয়া নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছিলেন বলিঊডের প্রখ্যাত চরিত্রাভিনেতা পরেশ রাওয়াল। থানায় তাঁর নামে দায়ের হয়েছিল এফআইআর, যার ভিত্তিতে তাঁকে দেওয়া হয়েছিল হাজিরার নোটিশ। এবার সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পর্দার ‘বাবু ভাইয়া’।
গত বছর গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বাঙালির খাদ্যাভাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়াল। মানুষের জীবনের জ্বলন্ত ইস্যু যেমন গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, বেকারত্ব ইত্যাদিকে লঘু করে রাজধানী দিল্লির মত রোহিঙ্গা ও বাংলাদেশিদের সাধারণ গুজরাতবাসীদের আশেপাশে থাকাকে তিনি অনেক বেশি গুরুত্ব দেন। প্রকাশ্য জনসভায় বলেন যে গ্যাসের দাম কমলে বাঙালিদের জন্য কি মাছ রান্না করা হবে? মন্তব্যের পরই তাঁর ভিডিও ভাইরাল হয় সামাজিক প্রচারমাধ্যমে।
বিভিন্ন সামাজিক সংগঠনও রাওয়ালের বাঙালি বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন। বিতর্কের মুখে পড়ে টুইট করে তিনি ক্ষমা প্রার্থনা করলেও পরিস্থিতি শান্ত হয়নি।
ধিক্কার জানান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। সেইসঙ্গে তিনি তালতলা থানায় এফআই আর করেন । ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ১৫৩বি ৫০৪ এবং ৫০৫ নং ধারায় মামলা রুজু করা হয় তার নামে। ১২ ডিসেম্বর লাল বাজার তার নামে সমন জারি করে থানায় হাজিরা দিতে বলে। কিন্তু প্রতিক্রিয়ায় তালতলা থানার তদন্ততকারী আধিকারিককে একটি মেল করে জানান যে এই মুহূর্তে ব্যস্ততা থাকার কারণে ৬ সপ্তাহের আগে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। সেই চ্যালেঞ্জ জানিয়ে এবার উচ্চ আদালতে হেরা ফেরি খ্যাত অভিনেতা। বিচারপতি মান্থার এজলাসে আগামী কাল তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো সংক্রান্ত মামলার শুনানি হবে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34