- দে । শ
- মে ২৬, ২০২২
চট্টগ্রামে নিশিবাসে পোশাক কর্মীকে শারিরীক নিগ্রহ। ধৃত সহকারী সহ বাসচালক ।

করোনা পর্বে বিশ্বের নানা প্রান্তে গার্হস্থ্য অপরাধ আর দুর্নিতীর আগ্রাসী ভূমিকা সম্পর্কে অনেকেই সুবিদিত। পরেও দুষ্কাণ্ডের হাত থেকে রেহাই নেই নানা প্রান্তের মানুষের । ভারত, পাকিস্তান ও বংলাদেশে বহু দুর্বিষহ ঘটনা ঘটেছে। সমাজতাত্ত্বিক ও অর্থনীতি বিশেষজ্ঞরা লকডাউন পর্বের গোড়াতেই সতর্ক করেছিলেন, সামাজিক অপরাধ প্রবণতা বাড়তে পারে । তাঁদের অনুমান অসত্য নয়। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানেও বহু অঘটন ঘটেছে। এখনও ঘটছে । গতকাল রাতে চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাককর্মীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনায় বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চালকের নাম মোহাম্মদ টিপু ও জনি দাস তার সহকারী । চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা সংবাদ মাধ্যমকে জানিযেছেন, বাসচালক ও সহকারীকে তাদের গোপন আস্তানা থেকে পুলিস গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে দুজনেই অপরাধ স্বীকার করেছে। দুজনকেই আদালতে পাঠানো হল।
১৯ মে রাতের বাসে বাড়ি ফিরছিলেন তরুণী পোশাককর্মী । তাঁকে নিঃসঙ্গ অবস্থায় শারিরীক নিগ্রহ করে দুই অপরাধী। বাসের ভিতরে তিনি অজ্ঞান হয়ে যান । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ছয় দিন তাঁর চিকিৎসা চালনা হয়। মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি ।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণী পুলিশকে জানিয়েছিলেন, তিনি বাস থেকে পড়ে গিয়েছিলেন। তাঁকে ধর্ষণকরার কথা উল্লেখ করেন নি। পুলিসের জেরার মুখে পরে মুখ খোলেন । খটনা নিয়ে সরব হয়ে ওঠে সংবাদ মাধ্যম । পুলিসেও সতর্কতা দ্খা দেয়।
প্রসঙ্গত বলা জরুরি, চট্টগ্রাম শহরের আশ-পাশেও বহু পোশাক শিল্প গড়ে উঠেছে। মহিলারাই এসব সংস্থার বড়ো সংখ্যক কর্মী । তাঁদের নিরাপত্তা নিয়ে কখনও প্রশ্ন ওঠে নি। সিফটে কাজ করেন । সকালে, দুপুরে, বিকেল। সন্ধ্যায় দল বেঁধে তাঁদের বাড়ি ফিরতে দেখা যায়। নিরাপত্তা জনিত কারণে ইদানীং তাঁরা হিজাব পরে কাজে যাচ্ছেন। বাড়িও ফিরছেন একই পোশাকে। হিজাব পরাপ নবীন হুজুক দেখা দিয়েছে। স্কুল, কলেজ, হাট-বাজারেও পরিত্যক্ত অভ্যাস ফিরে আসছে । ধুম লেগেছে মৌলবাদের বিস্তারে। একসময় যেসব মহিলা শ্রমিক মৌলবাদকে ঠেকিয়ে রেখেছিলেন, আজ তারাই ভিক্টিম হয়ে উঠছেন । এই দুর্ভাগ্য নিয়ে চিন্তিত বাংলাদেশের উদার সমাজ। উদ্বিগ্ন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা ও গণসংগঠকেরা ।
❤ Support Us