- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৩, ২০২৪
উপাসনাস্থল সংক্রান্ত সমীক্ষায় স্থগিতাদেশ।গৃহীত হবে না নতুন কোনো মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের সমস্ত ধর্মীয়স্থল সংক্রান্ত সমীক্ষায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত । এবিষয়ে নতুন করে কোনো মামলাও এই মূহুর্তে নথিভুক্ত করা যাবে না । পুরনো মামলার নিষ্পত্তির পরেই, দেশের উপাসনা সংক্রান্ত নতুন মামলা আদালতে গৃহীত হবে । দেশের নিম্ন আদালতেও আপতত স্থগিত থাকবে ধর্মীয়স্থল সংক্রান্ত মামলার সমস্ত রায় ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন সংক্রান্ত মামলার শুনানির সময়ই এই গুরুত্বপুর্ণ নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ । পাশাপাশি এবিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে, রিপোর্টও চেয়ে পাঠিয়েছে আদালত ।
১৯৯১ সালের উপাসনাস্থল আইন অনুযায়ী কোনো উপাসনাস্থলের চরিত্র বদল করা যায় না । ১৯৪৭ এ দেশে স্বাধীন হওয়ার সময় যা ছিল, তেমনটাই রাখতে হবে । সেই আইন বদলাতে দেশের শীর্ষ আদালতে একাধিক মামলা রুজু করা হয় । মামলাকারীদের দাবি, এই আইনের জন্য ১৯৪৭ এর ১৫ অগস্টের আগে দখলীকৃত উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না । বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় । সেখানে বিচারপতিরা বলেন, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা বা সমীক্ষা চলছে, তা স্থগিত থাকবে । শীর্ষ আদালতে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দারি থাকবে । পাশাপাশি নিম্ন আদালত, হাইকোর্টেও এ বিষয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে । আদালতে গৃহীত হবে না এবিষয়ে কোনো নতুন মামলাও । সুপ্রিম কোর্টে পুরনো আইনের বিরোধিতা করে যে সমস্ত মামলা হয়েছে, সে বিষয়ে রিপোর্ট আকারে কেন্দ্রের মতামত জানতে চাওয়া হয়েছে । ১৯৯১ সালের উপসনাস্থল সংক্রান্ত আইন বদলের আর্জি সংক্রান্ত মামলায় এর আগেও কেন্দ্রের অভিমত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । ২০২১ সালের ১২ মার্চ দেশের শীর্ষ আদালতে কেন্দ্র সরকারের তরফে এবিষয়ে জবাব দিতে সময় চাওয়া হয়েছিল । পরে একাধিকবার মামলাটি আদালতে পেশ হলেও, কেন্দ্রের জবাব না পাওয়ায় মামলার শুনানি পিছিয়ে যায় । কেন্দ্রীয় সরকার এখনো এবিষয়ে নিজেদের অবস্থান জানায়নি ।
❤ Support Us