Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ১৩, ২০২৪

উপাসনাস্থল সংক্রান্ত সমীক্ষায় স্থগিতাদেশ।গৃহীত হবে না নতুন কোনো মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
উপাসনাস্থল সংক্রান্ত সমীক্ষায় স্থগিতাদেশ।গৃহীত হবে না নতুন কোনো মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের সমস্ত ধর্মীয়স্থল সংক্রান্ত সমীক্ষায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত । এবিষয়ে নতুন করে কোনো মামলাও এই মূহুর্তে নথিভুক্ত করা যাবে না । পুরনো মামলার নিষ্পত্তির পরেই, দেশের উপাসনা সংক্রান্ত নতুন মামলা আদালতে গৃহীত হবে । দেশের নিম্ন আদালতেও আপতত স্থগিত থাকবে ধর্মীয়স্থল সংক্রান্ত মামলার সমস্ত রায় ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন সংক্রান্ত মামলার শুনানির সময়ই এই গুরুত্বপুর্ণ নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ । পাশাপাশি এবিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে, রিপোর্টও চেয়ে পাঠিয়েছে আদালত ।

১৯৯১ সালের উপাসনাস্থল আইন অনুযায়ী কোনো উপাসনাস্থলের চরিত্র বদল করা যায় না । ১৯৪৭ এ দেশে স্বাধীন হও‌য়ার সময় যা ছিল, তেমনটাই রাখতে হবে । সেই আইন বদলাতে দেশের শীর্ষ আদালতে একাধিক মামলা রুজু করা হয় । মামলাকারীদের দাবি, এই আইনের জন্য ১৯৪৭ এর ১৫ অগস্টের আগে দখলীকৃত উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না । বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় । সেখানে বিচারপতিরা বলেন, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা বা সমীক্ষা চলছে, তা স্থগিত থাকবে । শীর্ষ আদালতে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দারি থাকবে । পাশাপাশি নিম্ন আদালত, হাইকোর্টেও এ বিষয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে । আদালতে গৃহীত হবে না এবিষয়ে কোনো নতুন মামলাও । সুপ্রিম কোর্টে পুরনো আইনের বিরোধিতা করে যে সমস্ত মামলা হয়েছে, সে বিষয়ে রিপোর্ট আকারে কেন্দ্রের মতামত জানতে চাওয়া হয়েছে । ১৯৯১ সালের উপসনাস্থল সংক্রান্ত আইন বদলের আর্জি সংক্রান্ত মামলায় এর আগেও কেন্দ্রের অভিমত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । ২০২১ সালের ১২ মার্চ দেশের শীর্ষ আদালতে কেন্দ্র সরকারের তরফে এবিষয়ে জবাব দিতে সময় চাওয়া হয়েছিল । পরে একাধিকবার মামলাটি আদালতে পেশ হলেও, কেন্দ্রের জবাব না পাওয়ায় মামলার শুনানি পিছিয়ে যায় । কেন্দ্রীয় সরকার এখনো এবিষয়ে নিজেদের অবস্থান জানায়নি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!