শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
যুদ্ধ বিরতি প্রসঙ্গ আবারও এড়িয়ে গেল ভারত
১৭ নভেম্বর, শক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘ভারত যখন গত বছরের ডিসেম্বরে জি-২০ এর সভাপতিত্ব গ্রহণ করেছিল, তখন সিদ্ধান্ত নিয়েছিল যে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর প্রচার করা আমাদের অগ্রাধিকার হবে’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনের সূচনা ভাষণে বলেন, ‘ পশ্চিম এশিয়া অঞ্চলের সাম্প্রতিক ঘটনা বিশ্বকে নতুন চ্যালেঞ্জের সামনে দাড় করিয়েছে, পরিস্থিতি উদ্বেগজনক । ৭ অক্টোবর ইজরাইলে সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছিল ভারত । সমস্যা সমাধানে আমরা আলোচনা ও কূটনীতির ওপর জোর দেওয়া উচিত । ভারত ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দা জানায় । প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর আমরা গাজায় মানবিক সাহায্যও পাঠিয়েছি । এই সময়ই গ্লোবাল সাউথের দেশগুলোকে বৃহত্তর বৈশ্বিক মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে । ‘
এপ্রসঙ্গে গতকালও গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনা আক্রমণ প্রসঙ্গে নয়াদিল্লির অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন ভারত ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব দিয়ে চলেছে । অরিন্দম বাগচী বলেন, ভারত সর্বদা মানুষের মৃত্যুর তীব্র নিন্দা করে, সংঘাতে আটকে পড়াদের মানবিক ত্রাণ প্রদানের যে কোনও প্রচেষ্টাকে উত্সাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে একটি সন্ত্রাসী হামলা করার পর ইসরায়েল তিন সপ্তাহেরও বেশি আগে গাজা আক্রমণ করে, ১৪০০ জনেরও বেশি ইসরাইলি নাগরিকক হামাসের আক্রমণে নিহত হয়েছিল, বন্দি করা হয়েছিল ২২০ জনকে । এদিকে হামাসের হামলায় ১৪০০ ইন ইসরাইলি মানুষের প্রাণনাশের ঘটনার বদলা হিসেবে গাজায় সামরিক অভিযান শুরু হয় এবং তাতে এখনও পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন । তার পর ইসরায়েল গাজার হাসপাতাল আল শিফায় আক্রমণ চালিয়ে হাসপাতাল দখল নিয়েছে । ইসরায়েলের আশংকা হামাস হাসপাতালগুলিতে সুড়ঙ্গ বানিয়ে সেখানে সেনা ঘাঁটি তৈরী করে সেখান থেকে ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে । এনিয়ে বিশ্বজুড়ে মানবাধিকারকে সুরক্ষিত করতে আহ্বান ভারতের । এপ্রসঙ্গে আন্তর্জাতিক যে আইন রয়েছে তার ওপরেও গুরুত্ব আরোপ করেছে নয়াদিল্লি। যদিও ইসরাইল গাজা যুদ্ধের বিরতি নিয়ে এবারেও কোন মন্তব্য করল না মোদির সরকার ।
অরিন্দম বাগচী আরও জানিয়েছেন, ভারত বৃহত্তর ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে কথা বলেছে এবং ক্রমবর্ধমান অসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । ভারত কীভাবে মানবিক কারণে ৩৮ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সে সম্পর্কেও কথা বলেছি এবং আমরা আরও সাহায্য পাঠানোর পথ খুঁজছি ।”
প্রসঙ্গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর ভারতের প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন । আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের পরে ভারত ফিলিস্তিনিদের প্রতি তার ঐতিহ্যগত সমর্থন পুনর্ব্যক্ত করেছিল ।
ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটাভুটিতে বিরত ছিল । এই প্রস্তাব গাজায় খাদ্য, জ্বালানি ও জল সরবরাহের জন্য মানবিক বিরতির আহ্বান ছিল । নয়াদিল্লি এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা মানবিক বিরতির কোনও আহ্বানকে স্পষ্টভাবে সমর্থন করেনি ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34