- দে । শ
- এপ্রিল ৫, ২০২৩
পঞ্চবার্ষিকী পরিকল্পণায় ভুটানকে আর্থিক সাহায্যের আশ্বাস। ভারতের কূটনৈতিক চালে ব্যাকফুটে বেইজিং

চিত্র: সংবাদ সংস্থা
কয়েকদিন আগেই ডোকলামে ভারত-চিন এবং ভুটানের সীমান্ত সংক্রান্ত সমস্যা মে্টাতে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বিতর্কিত মন্তব্য করেছেন। তাতে ভারতে অস্বস্তিতে পড়েছে। এই আবহে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক গতকাল দু’দিনের জন্যে ভারত সফরে এসেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দু’জনের বৈঠক হয়েছে। ওই বৈঠকের করে মোদি টুইট করে বলেছেন, ভুটানের রাজাকে স্বাগত। ওঁর সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামীদিনে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক ভিন্ন মাত্রা পেতে চলেছে। দু’দেশই পরস্পরের আন্তরিক বন্ধু।
কয়েকদিন আগে ভুটানের প্রধানমন্ত্রী বলেছিলেন, ডোকলামে ত্রি-জংশন নিয়ে চিনের অভিমতকেও গুরুত্ব দিতে হবে। ভারত বিষয়টা আপত্তিজনক বলে মনে করে। এরপরই ভুটানের রাজার ওয়াংচুকের ভারত সফরকালীন কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারত ও ভুটানের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হল পরস্পরের প্রতি শ্রদ্ধা।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে মোদি এবং ওয়াংচুকের বৈঠকের পরে। বিদেশমন্ত্রকের সচিবালয় জানিয়েছে, ভারত এবং ভুটান সমন্বয় তৈরি করবে পরস্পরের জাতীয় স্বার্থে। ভারত ও ভুটানের সম্পর্ক নিয়ে সম্প্রতি কূটনৈতিক স্তরে যে টানাপোড়েন দেখা দিয়েছিল, আপাতত তার অবসান হল রাজা ওয়াংচুকের সফরে।
বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভুটান যাতে সেদেশের ১৩তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে, এজন্য ভারত ভুটানের পাশে আছে। আগামীদিনেও ভারত ভুটানকে ঋণ জুগিয়ে সহযোগিতা করবে। তাছাড়া ভুটান থেকে কৃষিপণ্যের রফতানির ক্ষেত্রে ভারত ভুটানের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করছে। পেট্রোল ও কয়লা সরবরাহের ক্ষেত্রেও দু’দেশের মধ্যে সম্পর্কে বোঝাপড়া তৈরি করতে ভারত উদ্যোগী।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের রাজা ওয়াংচুকের মধ্যে বৈঠকে দু’দেশের নিরাপত্তা অভেদ, এব্যাপারে দু’পক্ষই সহমত। দুই দেশই দ্বিপাক্ষিক সহযোগিতামূলক ব্যবস্থা আরও মজবুত করতে আগ্রহী।
❤ Support Us