Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৪

বঙ্গ সফরেই শুরু লোকসভার প্রচার । মার্চের প্রথম সপ্তাহে তিনটি সভা মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গ সফরেই শুরু লোকসভার প্রচার । মার্চের প্রথম সপ্তাহে তিনটি সভা মোদির

লোকসভার প্রচার শুরু বঙ্গ থেকেই । মার্চের শুরুতেই হুগলির আরামবাগে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা ।

পয়লা মার্চ রাজ্যে আসতে পারেন নেরন্দ্র মোদি । রাজ্য বিজেপি সূত্রে খবর, আরামবাগেই হবে প্রথম নির্বাচনি সভা । এরপর ২ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে পারেন তিনি । ৬ তারিখ বারাসতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। সেখানেও বক্তব্য রাখবেন তিনি।

গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হয় বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন । সেখানেই বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বারাসতে মহিলা সমাবেশের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব । প্ৰাথমিক ভাবে ৭ মার্চ সেখানে নরেন্দ্র মোদির সভা করার কথা থাকলেও পরে একদিন এগিয়ে আনা হয় সেই সভা ।

এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘এখনও অবধি যে সম্ভাবনা তাতে আগামী ১ মার্চ ও ২ মার্চ উনি আসতে পারেন । ৬ মার্চ বারাসতেও তিনি আসবেন । সন্দেশখালির মহিলারা ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন । প্রধানমন্ত্রীর কাছে আমরা ওনাদের কথা পৌঁছে দেব ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!