Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ১২, ২০২২

১৪ জুলাই ১২ইউজেড বৈঠকে যোগ দেবেন মোদি । সঙ্গে থাকবেন জো বাউডেন সহ চার দেশের রাষ্ট্রপ্রধানরা।

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪ জুলাই ১২ইউজেড বৈঠকে যোগ দেবেন মোদি । সঙ্গে থাকবেন জো বাউডেন সহ চার দেশের রাষ্ট্রপ্রধানরা।

১৪ জুলাই ১২ইউজেড-এর প্রথম ভার্চুয়াল শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সহ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সংযুক্ত আমিরশাহির রাষ্ট্রপ্রধান মহমম্দ বিন জায়েদ, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। বৈঠকে বিদ্যুৎ, জল, যোগাযোগ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

ইজরায়েল বিশেষজ্ঞরা বলেছেন, আব্রাহাম চুক্তির ভিত্তিকে আসন্ন শীর্ষ বৈঠক আরও শক্তপোক্ত করে তুলবে। ১২ইউজেড গত অক্টোবরে প্রথম গঠিত হয়। এরপর মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেনের পশ্চিম এশিয়া সফরকালে শুরু হচ্ছে শীর্ষ বৈঠক। ভারতের অংশগ্রহন আসন্ন বৈঠককে অধিকতর শক্তি জোগাবে। কারণ ভারত চিনের অন্যতম প্রবল প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয়ত, পশ্চিম এশিয়ার সঙ্গে তার সম্পর্ক ক্রমশ গভীরতর হয়ে উঠছে। নরেন্দ্র মোদির জামানায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সঙ্গে ভারতের সংযুক্তি যেভাবে বাড়ছে তাতে ভেবে নেওয়া স্বাভাবিক যে, আন্তর্জাতিক দুনিয়া ভারতকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আভ্যন্তরীন বিষয় আশয়ে মোদি সরকারের ভূমিকা যাই হোক না কেন, বিশ্বে ভারতকে উঁচিয়ে ধরতে তাঁর প্রচেষ্টা প্রশ্নহীন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!