- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৩
প্রধানমন্ত্রী মোদি সোনিয়া গান্ধিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির ৭৭ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন কামনা করি।”
Best wishes to Smt. Sonia Gandhi Ji on her birthday. May she be blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2023
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই সৌজন্যেই ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতির আঙিনায় নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধি প্রধান প্রতিপক্ষ। তবে উৎসব,অনুষ্ঠানে, পরস্পরের জন্মদিনে এই সৌজন্য প্রদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা।
সোনিয়া গান্ধি হলেন সেই ব্যক্তি যিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে কংগ্রেস সভানেত্রীর পদ অলংকৃত করেছেন। স্বাস্থ্যগত কারণে গত কয়েক বছরে সক্রিয় রাজনীতি থেকে তিনি নিজেকে পিছনের সারিতে সরিয়ে নিয়েছেন। তাঁর পুত্র রাহুল গান্ধি এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধি ভাদ্রা এখন কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
❤ Support Us