- দে । শ স্মৃ | তি | প | ট
- ডিসেম্বর ২৮, ২০২৩
কবি আবদুর রব খান প্রয়াত, স্মরণীয় হয়ে থাকবে তাঁর আভিজাত্য বোধ
কবি আবদুর রব খান আর নেই । মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল ৭৪। স্কুলে পড়াতেন । অবসরের পর ভাঙড়ে থাকতেন । আদি বাড়ি ছিল মুর্শিদাবাদে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়তে এসে মহানগরের সাংস্কৃতিক সত্তার সঙ্গে একাত্ম হয়ে যান এবং কবিতা তাঁর আত্ম উন্মোচনের একান্ত মাধ্যম হয়ে ওঠে। পাশাপাশি গদ্য চর্চাও করতেন আবদুর রব।
ছাত্র জীবনে সত্যবান আর নিষ্ঠাবান কবিকে আপন করে নেয় কফি হাউসের আড্ডা, কোলাহলময় হলেও কবিতায় কলরবকে প্রশ্রয় দেননি, ঐতিহ্য আর ইতিহাসের টানে তির্যক আধুনিকতাকে এড়িয়ে অতীতমুখী রোমান্টিকতার আশ্রয়ী হয়ে ওঠেন । কর্মজীবনের ব্যস্ততা , সমাজের জয়-পরাজয় নিয়ে তাঁর ভাবনা সবসময় পরিচ্ছন্ন, বিদ্রোহ কখনো সরব ছিল না, ছিল অন্তর্মুখী এবং আপসহীন । নিয়মিত লিটল ম্যাগাজিনে লিখতেন, রেখে গেছেন কবিতার একাধিক সংকলন এবং দুই খণ্ডে প্রকাশিত স্মৃতিচারণমূলক,সমাজভাবনার জরুরি দলিল ‘চিন্তা -চেতনা’। আবদুর রব চিরদিন ‘খান’ হয়ে জেগে রইবেন কবিতায়, কবিতার বাইরেও, তার আভিজাত্য, তার মর্যাদাবোধ ভুলে থাকা অসম্ভব । রব -এর মৃত্যুতে শূন্যতা তৈরি হল, তা সহজে পূর্ণ হবে না ।
❤ Support Us