Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • ফেব্রুয়ারি ৮, ২০২২

হৃদ্‌রোগে আক্রান্ত মহাভারতের ‘ভীম’, প্রয়াত প্রবীণ কুমার সোবতি

আরম্ভ ওয়েব ডেস্ক
হৃদ্‌রোগে আক্রান্ত মহাভারতের ‘ভীম’, প্রয়াত প্রবীণ কুমার সোবতি

মহাভারতের ‘ভীম’ চরিত্রের অভিনেতা প্রবীণ কুমার সোবতি মৃত৷ অসুস্থ ছিলেন। নানা শারিরীক সমস্যায় ভুগছিলেন । সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রবীণকুমার সবতি (৭৫) বছরে মারা গেলেন।

বি আর চোপড়া জনপ্রিয় সিরিয়াল ‘মহাভারত’-এ ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিয়ালে তাঁর এই চরিত্রের কারণে প্রবীণ ‘ভীম’ নামেই বেশি পরিচিত ছিলেন। মহাভারত ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্র অভিনীত ‘লোহা’, ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। ২০১৩-তে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী হয়েছিলেন তিনি।

অভিনেতা হিসেবে পেশাদার জীবন শুরু করলেও প্রবীণ ছিলেন এক জন ভাল অ্যাথলিট। ডিসকাস এবং হ্যামার থ্রো ছিল তাঁর ইভেন্ট। এশিয়ান গেমসে চার বার সোনার পদক জিতেছেন। ১৯৬৮-তে মেক্সিকো এবং ১৯৭২-এ মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। অর্জুন পুরস্কার জয়ী। সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!