- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৪, ২০২৫
জমির লিজের টাকা আত্মসাতের অভিযোগ। শাসক দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়

জমির লিজের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের গোপালপুর –২ পঞ্চায়েতের আমতা এলাকায় মেছোভেরি টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন আদিবাসী মানুষ সহ সাধারণ গ্রামবাসীরা। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ, অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সি। অভিযোগ গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা এলাকায় সরকারি খাস জমির মেছোভেরির টাকা পান না পাট্টাদাররা। দীর্ঘদিন লিজের টাকা না দিয়ে বাকবুল কালাম মুন্সি পুরো টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাট্টা প্রাপক কৃ্ষকরা।
তৃণমূলের অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সি পাল্টা দাবি করেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। তিনি বলেন, আদিবাসী ও গ্রামবাসীরা যাতে টাকা পায় তার জন্যই তিনিই বরং আন্দোলন করেছেন। তাই দলেরই একটা অংশ তার বিরুদ্ধে চক্রান্ত করছে।’ এলকার মানুষের অভিযোগ, একাধিক মেছোভেরি যেমন, দেওয়ান ঘেড়ি ,ভানুর ভেড়ি , গাজিতলা, কাকড়াতলা সহ প্রায় এক হাজার বিঘা খাস জমির বছরে খাজনার পরিমাণ পরিমান ৭–৮ কোটি টাকা। পুরো টাকাটাই পাট্টা প্রাপকদের প্রাপ্য। কিন্তু ২০১৯ সাল থেকে সেই টাকা পুরোটাই আত্মসাৎ করছে তৃণমূলের অঞ্চল সভাপতি বাকবুল, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। এর আগে বাকবুলের বিরুদ্ধে পোস্টার পরেছে এলাকায়। তার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছে। এনিয়ে হাড়োয়ার রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বাকবুলের দাবি, প্রতি বুথ কমিটিতে এই টাকা দেওয়া হয়। বুথ কমিটির হাত দিয়েই বন্টন করা হয়। এখন গরিব মানুষকে টাকা দিচ্ছেন না। তৃণমূল অঞ্চল সভাপতি বলেন, লিজের টাকা বন্টনে কোনও দুর্নীতিতে তিনি যুক্ত নন। বরং প্রায় হাজার বিঘা জমির ৮ কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছায় নি সেকথা তিনি একাধিকবার জেলা নেতৃত্বকে জানিয়েছেন। কিন্তু কোন সুরাহা হয়নি।
❤ Support Us