- দে । শ
- জুন ১৮, ২০২৪
রাতারাতি কোটিপতি ! কোন জাদুতে কপাল খুলল কাপড় ব্যবসায়ী আজাদের ?
কোটি টাকার লটারি পেয়ে শোরগোল ফেলে দিয়েছেন পূর্বস্থলীর কাপড় বিক্রেতা আজাদ আনসারি। ডিয়ার লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন পূর্বস্থলী নতুনবাজার পাড়ার যুবক আজাদ। নিরাপত্তার জন্যই বাবা কদম আনসারিকে নিয়ে পূর্বস্থলী থানায় গিয়েছিলেন ওই কাপড় বিক্রেতা। পুরস্কারের টাকা পেতে আজাদ শনিবার ব্যাঙ্কে জমা দিলেন লটারির টিকিটটি। আজাদ জানান, ‘ যখন বাড়ি ফিরছিলাম, মনসুর আলি শেখ নামে এক লটারির টিকিট বিক্রেতার কাছে কয়েকটা অবিক্রীত টিকিট পড়ে ছিল। আমাকে বলায় আমি টিকিটগুলো কিনে নিই। তারপর রাতে জানলাম আমি ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা পেয়েছি।’ এই টাকায় আজাদ প্রথমেই তার কাপড়ের ব্যবসাটা বাড়াতে চান বলে জানিয়েছেন।
এদিকে আজাদের লটারির টাকা পাওয়ার খবর ছড়াতেই পূর্বস্থলীতে ধুম পড়ে যায় লটারির টিকিট কাটার। পূর্বস্থলীর বরোজপোতা গ্রামের বাসিন্দা মনসুর আলি শেখের কাছে টিকিটটি কিনেছিলেন আজাদ। স্বাভাবিকভাবেই মহার্ঘ টিকিটটি বিক্রি করে কপাল খুলে গিয়েছে মনসুরের। দলে দলে এলাকার বাসিন্দারা ভাগ্য ফেরাতে মনসুরের কাছে টিকিট কিনতে ভিড় জমাচ্ছেন। এদিন বেলা ১১টার মধ্যেই ৮ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানালেন মনসুর।
❤ Support Us