- এই মুহূর্তে
- মার্চ ১, ২০২২
‘যুদ্ধবাজ’ পুতিনের সম্মানিক ব্ল্যাক বেল্ট কেড়ে নিল তায়কোন্ডো
ক্রীড়ামঞ্চেও এবার একঘরে রাশিয়া। পুতিনের রুশবাহিনীর ইউক্রেন হামলার বিরুদ্ধে বিশ্ব জনমত ক্রমশ চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা ফিফা, উয়েফা ইতিমধ্যে রাশিয়াকে বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছে। এবার জুডো ফেডারেশনও নিষেধাজ্ঞা জারি করেছে। আর তায়কোন্ডো পুতিনের সম্মানিক ব্ল্যাক বেল্ট কেড়ে নিয়েছে ।
টুইট বার্তায় তায়কোন্ডো বলেছে, ‘ইউক্রেনের নিরীহ মানুষের উপর নৃশংস রুশ আক্রমণ বরদাস্ত করা যাচ্ছে না। যুদ্ধের চেয়ে শান্তির মূল্য অনেক বেশি । ২০১৩ সালে পুতিনকে নাইন ডান ব্ল্যাক বেল্ট সাম্মানিক দেওয়া হয়েছিল। ইউক্রেনে হামলা করে পুতিন এ সম্মান হারালেন ।
❤ Support Us