- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৪, ২০২৩
প্রবীণ ৮ নৌসেনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করল কাতার
কাতারের একটি আদালত আটজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করেছে। এই ৮ নপু সেনাকে গত মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সূত্র মারফত জানা গেছে, ভারতের আবেদন খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করবে কাতারের আদালত।
গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ২০২২ সালের আগস্টে এই আটজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু কাতার কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রকাশ করেনি। তাদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং গত মাসে কাতারের কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।
বন্দিদের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়টি অনুমোদন করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ তাদের মুক্তি নিশ্চিত করার জন্য তৎপরতা চালাচ্ছে।
গ্রেফতার হওয়া ভারতীয় নৌবাহিনীর প্রবীণরা হলেন কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট এবং নাবিক রাগেশ গোপাকুমার।
প্রাক্তন নৌবাহিনীর সমস্ত অফিসারের ভারতীয় নৌবাহিনীতে ২০ বছর পর্যন্ত একটি বিশিষ্ট পরিষেবায় কাজ করার রেকর্ড রয়েছে এবং তারাই কাতার বাহিনীতে প্রশিক্ষক সহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।
কাতারে বন্দি প্রাক্তন অফিসারদের একজনের বোন মিতু ভার্গব তাঁর ভাইকে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন। ৮ জুন এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ করার আবেদন করেছিলেন। ওই পোস্টে তিনি লেখেন, “এই প্রাক্তন নৌবাহিনীর অফিসাররা জাতির গর্ব এবং আবারও আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাত জোড় করে অনুরোধ করছি যে এখন সময় এসেছে তাদের সবাইকে আর কোনও বিলম্ব না করে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনা হোক।”
❤ Support Us