- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩০, ২০২৪
বিশ্বের এক নম্বর কার্লসেনের বিরুদ্ধে ক্লাসিক্যাল দাবায় প্রথম জয় তুলে নিলেন প্রজ্ঞানন্দ

নরওয়ে দাবা প্রতিযোগিতা শুরুর আগে ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ বলেছিলেন, ম্যাগনাস কার্লসেনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি তৈরি। কথায় আর কাজের মধ্যে যে ফারাক নেই প্রমাণ করে দিলেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে তাঁর ঘরের মাঠে হারিয়ে চমক দিয়েছেন প্রজ্ঞানন্দ। এই প্রথম ক্লাসিক্যাল দাবায় বিশ্বের এক নম্বর কার্লসেনের বিরুদ্ধে জয় তুলে নিলেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার মাস্টার আলিরেজা ফিরোজাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন প্রজ্ঞানন্দ তবে তৃতীয় রাউন্ডে চূড়ান্ত ধাক্কা খেতে হয় তাঁকে। হেরে যান বিশ্বের দু’নম্বর চীনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনের কাছে। তৃতীয় রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন প্রজ্ঞানন্দর। সাদা ঘুঁটি নিয়ে তিনি সরাসরি হারিয়ে দেন কার্লসেনকে। ব্লিৎজ দাবায় আগে কার্লসেনকে হারালেও ক্লাসিক্যাল দাবায় এই প্রথম জয় তুলে নিলেন প্রজ্ঞানন্দ। কার্লসেনকে সরাসরি হারিয়ে তৃতীয় রাউন্ড শেষে তাঁর পয়েন্ট ৫.৫। শীর্ষে রয়েছেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। প্রজ্ঞানন্দর কাছে হেরে পঞ্চম স্থানে নেমে গেছেন ম্যাগনাস কার্লসেন।
অন্যদিকে হিকারু নাকামুরা আরমাগেডনে আলিরেজা ফিরোজাকে পরাজিত করে তৃতীয় স্থান ধরে রেখেছেন। নাকামুরার পয়েন্ট ৪। ফ্যাবিও কারুয়ানা ডিং লিরেনকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তৃতীয় রাউন্ড শেষে তার পয়েন্ট ৫। অন্যদিকে মহিলাদের বিভাগে আগের ম্যাচে কোনেরু হাম্পিকে হারানোর পর তৃতীয় রাউন্ডে আটকে গেলেন আর বৈশালী। তিনি কালো ঘুঁটি নিয়ে আনা মুজিচুকের সঙ্গে ড্র করেছেন। ভাইয়ের মতো ৫.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বৈশালী।
❤ Support Us