Advertisement
  • দে । শ
  • মার্চ ৮, ২০২৪

লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল। চূড়ান্ত তালিকার প্রকাশ শীঘ্রই

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল। চূড়ান্ত তালিকার প্রকাশ শীঘ্রই

কেরালার ওয়েনাড় থেকেই আবার লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কংগ্রেস নেতা প্রার্থী হচ্ছেন গান্ধি। কংগ্রেস সূ্ত্রে এমনই জানা গেছে। তবে আমেথি থেকেও আরও একবার দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধেয় কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠক বসেছিল। সেখানে ৬টি রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা না হওয়ায় রাহুলের আমেথি থেকে দাঁড়ানোর ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধেয় নির্বাচন কমিটির বৈঠকে কংগ্রেস ৬টির রাজ্যের অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করেছে। মূলত কেরালা, তেলেঙ্গনা, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি ও লাক্ষাদীপের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। মোট ৬০ আসনে প্রার্থী ঠিক হয়েছে। তবে দিল্লির ৩টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। বেশ কয়েকটা নাম নিয়ে আলোচনা হয়েছে।

প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা কেসি বেনুগোপাল বলেন, ‘‌আমরা কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড়, দিল্লি এবং লাক্ষাদ্বীপ থেকে আসন চূড়ান্ত করেছি। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।’‌ সরকারিভাবে ঘোষণা না হলেও রাহুল গান্ধি কেরলের ওয়েনাড় থেকে দাঁড়াচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে এবং জ্যোৎস্না মহন্ত কোরবা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছত্তিশগড় থেকে সব শীর্ষ নেতাই নির্বাচনে লড়াই করবেন।

কেরালা থেকে ২০টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর প্রার্থী তালিকায় রয়েছেন। কর্ণাটক থেকে কোনও মন্ত্রীকে প্রার্থী করা হচ্ছে না। বেশিরভাগ মন্ত্রী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নন। কর্ণাটক থেকে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি ডিকে শিবকুমারের ভাই, দলের সাংসদ ডিকে সুরেশ। কংগ্রেস সুপ্রিমো মল্লিকার্জুন খাড়গের আসন কালবুর্গির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার আবার বৈঠকে বসবে কমিটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!