- Uncategorized এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৩, ২০২২
অরুনাচলে সীমান্ত সংঘাত নিয়ে চিনের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা, লোকসভায় আশ্বাস রাজনাথের

অরুনাচলে ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে বিরোধীদের প্রশ্নেরমুখে কেন্দ্র।মঙ্গলবার দুপুরে, লোকসভায় এপ্রসঙ্গে মুখ খুললেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী।
প্রসঙ্গত, ৯ডিসেম্বর তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত-চিন সীমান্ত সংঘাতের পর উভয় পক্ষের সেনাই সীমান্ত থেকে সরে আসে। উভয় পক্ষে বেশ কয়েকজন সেনা আহত হলেও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাদের মধ্য ছয় জন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের গুয়াহাটির স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এই ঘটনার উত্তাপ সংসদ অবধি পৌঁছায়। সংসদে কংগ্রেস নেতারা এই চিন হামলার ওপর আলোচনার দাবি রাখে সরকারের কাছে ।
তৃণমূল সাংসদরা রাজ্য সভায় এ নিয়ে আলোচনার এক বিজ্ঞপ্তি পর্যন্ত পেশ করেন। কংগ্রেস নেতৃত্বের এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য যে সীমান্তে দেশের সেনাদের অবস্থা এই মুহুর্তে দেশবাসীকে সরকারের জানানো কর্তব্য। অপরদিকে, সরকারও যথেষ্ট তথ্য সংগ্রহের পরই এব্যাপারে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী বলে জানান রাজনাথ সিং।
অরুনাচলে, ভারত চিন সীমান্তে সংঘর্ষের পর আজ দেশের তিন বাহিনীর সেনাপ্রধানদের নিয়ে বৈঠক বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।স্থল বাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং বিমান বাহিনীর প্রধান ভি আর চৌধুরী এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়াশঙ্কর, অবসরপ্রাপ্ত লেফটেন্যাণ্ট জেনারেল অনিল চৌহান এবং বিদেশ সচিব অনিল কাতরা এবং গিরিধর আর্মানি। বৈঠক পরই এবিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে, লোকসভায় বিষয়টি নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দেন।
মন্ত্রী রাজনাথ সিং আজ লোকসভায় বলেছেন, অরুনাচলে ভারত চিন সীমান্তরেখায়, ৯ ডিসেম্বরের সংঘর্ষে ভারতীয় সেনার কেউই হতাহত হয়নি।তার দুদিন পরেই ভারতীয় সেনার এরিয়া কমান্ডার সীমন্তের চিনা সেনা কর্মকর্তাদের সঙ্গে ফ্ল্যাগ বৈঠক করেন।দুপক্ষই সীমান্তে শান্তি সুনিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, দেশের সেনা সীমন্তে অতন্দ্র প্রহরীর মতোই কর্তব্যে অবিচল। অরুণাচলের সীমন্ত সংঘর্ষ নিয়ে, চিনের সঙ্গে কূটনৈতিক স্তরেও আলোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।
❤ Support Us