- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৮, ২০২৩
১০৬ এর ভেল্কি ! অ্যাথলেটিক্সে রামবাইয়ের তিন স্বর্ণমুকুট

বয়স কোন বাধা নয়, ইচ্ছা শক্তিই আসল। প্রমাণ করে দিলেন ১০৬ বছর বয়সী রামবাই। সম্প্রতি দেরাদুনে অনুষ্ঠিত ১৮তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিন–তিনটি সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
দেরাদুনে অনুষ্ঠিত জাতীয় ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৮৫ বছর ঊর্ধ্ব বিভাগে ১০০ মিটার, ২০০ মিটার এবং শটপুটে সোনা জিতেছেন রামবাই। প্রতিটা ইভেন্টেই পাঁচ জন করে প্রতিযোগী ছিলেন। আর সবাইকে পেছনে ফেলে ফেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন ১০৬ বছর বয়সী রামবাই। এই কৃতিত্ব অবশ্য তাঁর প্রথম নয়। দু’বছর আগে ১০০ মিটার দৌড়ে তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১০৪ বছর।
হরিয়ানার চরখি দাদরির ছোট্ট গ্রাম কদমায় জন্মগ্রহণ করেন রামবাই। জীবনের অধিকাংশ সময়েই তিনি গৃহস্থালির কাজ করে এসেছেন এবং পারিবারিক খামারের মাঠের কাজ করেছেন। ২০১৬ সালে তিনি প্রথম অ্যাথলেটিক্সের যাত্রা শুরু করেন। ওই বছর ভ্যাঙ্কুবারে অনুষ্ঠিত আমেরিকান মাস্টার্স গেমে ১০০ মিটারে সোনা জিতেছিলেন পাঞ্জাবের মান কৌর। মান কৌরের তখন বয়স ছিল ১০০ বছর। তাঁকে দেখেই অ্যাটলেটিক্সে আসতে উদ্বুদ্ধ হন রামবাই।
তাছাড়া রামবাইয়ের নাতনি শর্মিলা সাগওয়ানও দিদাকে মান কৌরের গল্প শুনিয়ে উদ্বুদ্ধ করেছিলেন। শর্মিলা রামবাইকে বলেন, ১০০ বছরের বেশি বয়সে যদি মান কৌর সোনা জিততে পারেন, তাহলে কেন তিনি পারবেন না। এরপরই নাতনির কথা শুনে অনুশীলন শুরু করেন রামবাই এবং বছরের পর বছর কঠোর পরিশ্রম করে তিনি নিজেকে তৈরি করেন। গত বছর জুনে বরোদায় অনুষ্ঠিত ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মান কৌরের রেকর্ড ভেঙে দেন মানভাই। ১০০ মিটার দৌড়ে তিনি সময় নেন ৪৫.৫০ সেকেন্ড। আর মান কৌরের রেকর্ড ছিল ১ মিনিট ১৪ সেকেন্ড।
❤ Support Us