Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১৪, ২০২৩

ভিডিও বার্তায় অসত্য বিবৃতি, আচার্যের বিরুদ্ধে মানহানির নোটিশ প্রাক্তন উপাচার্যদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভিডিও বার্তায় অসত্য বিবৃতি, আচার্যের বিরুদ্ধে মানহানির নোটিশ প্রাক্তন উপাচার্যদের

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার আরও তীব্রতর হল। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মানহানির নোটিশ পাঠালেন ১২ জন উপাচার্য। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন তৃণমূল সমর্থক ও রাজ্যের শাসকদল নিয়োজিত সেই উপাচার্যরা,যাঁরা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন উপাচার্য পদে। পদত্যাগ করা এই উপাচার্যদের দাবি, সম্প্রতি বাংলায় জারি করা এক  ভিডিয়োবার্তায় তাঁদের সম্পর্কে রাজ্যপাল যে মন্তব্য করেছেন সেটা তাঁদের পক্ষে মানহানির সামিল। ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন এই ১২ জন প্রাক্তন উপাচার্য।

সম্প্রতি উপাচার্যদের নিয়োগ নিয়ে বাংলায় জারি করা এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল মন্তব্য করেন, “বেশ কিছু উপাচার্যের মেয়াদ আমি বাড়াতে পারিনি। তাঁরা হয় দুর্নীতিগ্রস্ত, নয় ছাত্রীকে হেনস্থায় যুক্ত, নইলে কোনও রাজনৈতিক খেলা খেলছেন।”  রাজ্যপালের এই মন্তব্যে তাঁদের মানহানি হয়েছে বলে দাবি প্রাক্তন উপাচার্যদের। তাঁদের দাবি, ভিডিয়ো বার্তায় রাজ্যপাল যে দাবি করেছেন তা সর্বৈব মিথ্যা। উপাচার্যদের দাবি, যে উপাচার্যরা রাজ্যপালকে তাঁর কথামতো সরাসরি রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদের মেয়াদবৃদ্ধি হয়েছে। যাঁরা বিকাশভবনে রিপোর্ট পাঠিয়েছিলেন তাঁরা বাদ পড়েছেন।

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল এই সংঘাতের মধ্যে গত সপ্তাহে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যরা। তাঁদের দাবি, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। তবে প্রাক্তন উপাচার্যদের মানহানির চিঠি প্রসঙ্গে রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!