- এই মুহূর্তে দে । শ
- জুন ১, ২০২৪
‘প্লাস্টিক মুক্ত ব্রহ্মপুত্র’ অঙ্গীকারে বর্জ্য ফেলায় অভিযান

আসামের হৃদয় ব্রহ্মপুত্র নদকে প্লাস্টিক মুক্ত করার উদ্দেশ্যে নদের আসেপাশে এবং নদে ভাসতে থাকা প্লাস্টিক বোতল কুড়িয়ে তা দিয়ে এক আস্ত নৌকা বানিয়ে ফেলেন পরিবেশ সচেতন নাগরিক। লম্বায় ৩৩ ফুট এবং চওড়ায় ৫ ফুট নৌকাটি দৈর্ঘ্য এবং প্রস্থে অনেকটাই বড়ো।
Watch: Residents of Dibrugarh, Assam, are embarking on a 13-day journey to Guwahati in a boat made from 3,300 waste plastic bottles on June 1 to raise awareness about a pollution-free Brahmaputra River pic.twitter.com/do7joSlWa3
— IANS (@ians_india) June 1, 2024
ডিব্রুগরের ওই বাসিন্দা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, প্লাস্টিকের ব্যবহার কমানোর জনসচেতনতা তৈরি করতে ওই নৌকায় চড়ে তিনি ব্রক্ষপুত্রে পাড়ি দেবেন। ১৩ দিন ব্যাপী জলযাত্রা শুরু হবে আজ ১লা জুন পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি থেকে। ফি বছর, বেলাগাম প্লাস্টিক ব্যবহারে, বর্ষায় সময় ভোগান্তি বাড়ছে অসমবাসীর । প্লাস্টিক জমে বিপর্যস্ত হচ্ছে নিকাশী ব্যবস্থা, শহর প্রান্তরে জমছে জল, বাড়ছে নানান সংক্রামক রোগ। বর্জ্য প্লাস্টিকের নৌকায় চড়ে নদীর দুকূলে তিনি ছড়িয়ে দেবেন সচেতনতা বার্তা । তাঁর এই উদ্দ্যোগকে কুর্ণিশ জানিয়েছে স্থানীয় প্রশাসন থেকে নগরবাসী ।
২০২১ সালেও একই ভাবে ‘প্লাস্টিক মুক্ত ব্রহ্মপুত্র’ এই বার্তা নিয়ে ২০০ কিলোমিটার নদীপথ অতিক্রম করেছিলেন ধীরাজ বিকাশ গগৈ।সেবারের যাত্রায় ১৬০০ টি ফেলে দেওয়া প্লাস্টিকের জলের বোতল দিয়ে তৈরি করেছেন নৌকা । যা গোগোই ব্রহ্মপুত্র নদীর তীর থেকে সংগ্রহ করেছিলেন।
❤ Support Us