- দে । শ
- ডিসেম্বর ৭, ২০২৩
শপথ নিয়েই প্রতিশ্রুতি পূরণ। তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী ভাঙলেন নিজের বাসভবনের সামনের ব্যারিকেড
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ বৃহস্পতিবার শপথ গ্রহণের পরই হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে লোহার ব্যারিকেড ভেঙে ফেললেন মুখ্যমন্ত্রী৷
এ দিন রেভান্থ রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে বুলডোজার, ট্র্যাক্টর নিয়ে এসে লোহার এই কাঠামো ভেঙে ফেলার কাজ শুরু হয়ে যায় ৷ নির্বাচনের প্রচার চলাকালীন রেভান্থ রেড্ডি প্রায় সব সভাতেই বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে লোহার এই ব্যারিকেড তিনি সরিয়ে ফেলবেন, শপথ গ্রহণের দিনই তিনি তাঁর কথা রাখলেন ৷
প্রথমবারের জন্য তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রেভান্থ রেড্ডি ৷ ২০১৪ সালে নতুন রাজ্য ঘোষণা হওয়ার পর তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন ৫৪ বছর বয়সি রেভান্থ রেড্ডি ৷ কে চন্দ্রশেখর রাও-কে ক্ষমতাচ্যুত করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি ৷ তেলঙ্গানায় কংগ্রেসের খুব ভালো ফলের কৃতিত্ব অনেকটাই প্রদেশ কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডির বলেও দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে ৷ রাহুল গান্ধি তাঁকে সেই পুরস্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী করে।
তবে একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেও রেভান্থ রেড্ডি এবং তাঁর মন্ত্রিসভার সামনে এখন ভোট প্রচারে দেওয়া আরও ছ’টি প্রতিশ্রুতি পূরণ করার চ্যালেঞ্জ রয়েছে৷ এই ছটি প্রতিশ্রুতিই কংগ্রেসকে তেলঙ্গানায় সাফল্য পেতে সাহায্য করেছে ৷ কিন্তু এই ছয় প্রতিশ্রুতির রক্ষার জন্য অর্থ জোগাড় করাই রেভান্থ রেড্ডি সরকারের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ ৷ এই ছয় প্রতিশ্রুতির অন্যতম তেলঙ্গানার রাজ্য সরকারি বাসগুলিতে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া ৷ এছাড়াও বেশ কিছু জনমোহনী প্রতিশ্রুতি রয়েছে, যা নির্বাচনী প্রচারে ও নির্বাচনী ইস্তাহারে দিয়েছিল কংগ্রেস।
❤ Support Us