Advertisement
  • ভা | ই | রা | ল
  • ফেব্রুয়ারি ১, ২০২২

কোটি কোটি দামের রত্ন খচিত গহনায় শোভিত রিহানার বেবি-বাম্প

আরম্ভ ওয়েব ডেস্ক
কোটি কোটি দামের রত্ন খচিত গহনায় শোভিত রিহানার বেবি-বাম্প

মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী রিহানা। রিহানার সঙ্গী র‍্যাপার রকি-ই তাঁর সন্তানের বাবা। প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার জন্য শুরু হয়েছে অপেক্ষা।সম্প্রতি প্রেমিক রকির সঙ্গে নিউইয়র্কের হারলেমে ডে-আউটে গিয়েছিলেন রিহানা। তখনই সেলিব্রিটি দম্পতির কিছু ছবি ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। সেই সব ছবিতে স্পষ্ট রিহানার বেবি বাম্প। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
ছবিতে রিহানাকে দেখা গিয়েছে হট পিঙ্ক লং জ্যাকেটে। তবে জ্যাকেটের কোনও বোতাম লাগানো না থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বেবি বাম্প।

এই খবরে রকি এবং রিহানার পাশাপাশি তাঁর গুণমুগ্ধরাও খুব খুশি । রিহানার সিদ্ধান্তে অত্যন্ত খুশি তাঁর বাবা রোনাল্ড ফেন্টি ।রোনাল্ড ফেন্টি পেজ সিক্সকে জানিয়েছেন, ‘খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। রিহানা বাচ্চা ভালবাসে। সব সময়ে নিজের ভাইবোনদের আগলে রাখত। নিশ্চিতভাবে ও খুব ভাল মা হবে।’

উল্লেখ্য, রিহানা এবং র‍্যাপার রকির সম্পর্কের সূত্রপাত ২০২০ সালে। তখন থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!