Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র ভা | ই | রা | ল
  • মে ১০, ২০২৩

আশি ছুঁই ছুঁই বয়সে গড ফাদারের সুসংবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
আশি ছুঁই ছুঁই বয়সে গড ফাদারের সুসংবাদ

ছবির প্রচারে এসে সুসংবাদ দিলেন রবার্ট ডি নিরো। অস্কারজয়ী অভিনেতা জানিয়েছেন, আবার বাবা হতে চলেছেন তিনি । ইতিপূর্বে তিনটি বিয়ে করেছেন । সেই সূত্রে তার ৬ সন্তান রয়েছে। তবে, সপ্তম সন্তানের মা কে এ বিষয়ে কিছু জানাননি। পেশায় তাই চি প্রশিক্ষক ট্রিফানি চেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সংবাদপত্রে অনেক আলোচনা হলেও  জনসমক্ষে এ ব্যাপারে কখনো কিছু তিনি বলেন নি।

বাবা হিসেবে নিজেকে বেশি নম্বর দিতে নারাজ ডিনিরো। তিনি জানিয়েছেন। সন্তানদের সঙ্গে বার বারই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ৭৯ বছরের অভিনেতা। কিন্তু তিনি মনে করেন, তাঁর প্রতি সন্তানদের শ্রদ্ধা একচুলও কমেনি। নিজের ১১ বছরের মেয়ের সঙ্গেও তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কখনও কখনও তাঁদের মধ্যে মত বিরোধ হয়, বিতর্ক হয়। কিন্তু সম্পর্কের বুননটা নষ্ট হয় নি কখনোই। তাঁর আশা, যে আসতে চলেছে, তার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ মধুর সম্পর্ক গড়ে উঠবে।

অভিনেতার প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা অ্যাবোট। তাঁদের দুই সন্তান। এক কন্যা, এক পুত্র। তাঁর বয়স এখন ৫১ , পুত্র ৪৬ বছরের । ১৯৯৫ সালে তিনি তাঁর প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সূত্রে যমজ পুত্রসন্তান জুলিয়ান এবং অ্যারনের অভিভাবক হন তাঁরা। পরে আবার বিয়ে করেন গ্রেস হাইটাওয়ারকে। ২৪ বছরের এলিয়ট  এবং  ১১ বছরের হেলেন গ্রেসের অভিভাবক তিনি।সপ্তম সন্তানের আগমনের খবর জানিয়ে তিনি স্বভাবতই  বেশ খুশি। তবে, তিনি জানিয়েছেন, চাইলেও সন্তান আসাকে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!