- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৮, ২০২৩
৪৩ বছর ৬ মাস বয়সে গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে রেকর্ড রোহন বোপান্নার

বয়স কোনও বাধা নয়। ইচ্ছেশক্তিই আসল। আন্তর্জাতিক টেনিস সার্কিটে দেখিয়ে গেছেন লিয়েন্ডার পেজ। তাঁর পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন রোহন বোপান্না। ইতিহাস গড়েছেন ভারতের এই টেনিস তারকা। ৪৩ বছর ৬ মাস বয়সে ম্যাথু এবডেনকে সঙ্গী করে পৌঁছে গেলেন ইউএস ওপেনের ডাবলস ফাইনালে। পেশাদার টেনিসের ওপেন যুগে এত বেশি বয়সে আর কোনও পুরুষ খেলোয়াড় ডাবল ফাইনালে উঠতে পারেননি।
রোহন বোপান্না ভেঙে দিয়েছেন ড্যানিয়েল নেস্টরের রেকর্ড। ৪৩ বছর ৪ মাস বয়সে গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন নেস্টর। পাকিস্তানের আইসাম কুরেসির সঙ্গে জুটি বেঁধে ২০১০ সালে পৌঁছেছিলেন ইউএস ওপেনের ফাইনালে।
বৃহস্পতিবার রাতে রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি ৭–৬, ৬–২ ব্যবধানে হারিয়েছেন ফ্রান্সের নিকোলাস মাহুত ও পিয়ের হার্বার্টকে। ১৩ বছর পর আবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন রোহন বোপান্না। চলতি মরশুমে বোপান্না ও এবডেন জুটি উইম্বলডনে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাঁদের। এবার সামনে চ্যাম্পিয়নের সুযোগ। আর চ্যাম্পিয়ন হলে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়বেন।
অন্যদিকে, পুরুষদের ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। সেমিফাইনালে তিনি হারিয়েছেন জারৃ্মানির আলেকজান্ডার জেরেভকে। খেলার ফল ৬–৩, ৬–২, ৬–৪। সেমিফাইনালে আলকারাজ খেলবেন দানিল মেদভেদেভের বিরুদ্ধে। বড় কোন অঘটন না ঘটলে উইম্বলডন ফাইনালের মতো ইউএস ওপেনের ফাইনালে আবার মুখোমুখি হবেন আলকারাজ ও জকোভিচ।
❤ Support Us