Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৫, ২০২৩

অভিষেক জায়া রুজিরার দুবাই যাত্রা আটকে দিল অভিবাসন দফতর। শীর্ষ আদালতে অভিযোগ জানাবে তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক জায়া রুজিরার দুবাই যাত্রা আটকে দিল অভিবাসন দফতর। শীর্ষ আদালতে অভিযোগ জানাবে তৃণমূল

আজ সকাল সাতটা নাগাদ দুবাই যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় বিমান বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রুজিরাকে ইমিগ্রেশনের তরফে বলা হয়,  “ইডির তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ আছে। তাই তাঁকে বিদেশে যেতে দেওয়া হবে না। দিল্লিতে ইডির একটি মামলায় রুজিরাকে ডেকে পাঠানো হয়েছিল।”

আজ সকাল পৌনে সাতটা নাগাদ রুজিরা কলকাতা বিমান বন্দরের ৪ নম্বর গেট দিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দরে প্রবেশ করেন। এমিরেটসের বিমানে দুবাই রওনা হওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বলেন, “তাঁর নামে ইডির লুক আউট নোটিশ আছে, তাই তাঁকে বিদেশে যেতে দেওয়া হবে না।”

এদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গেছে, দিল্লির ইডি মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশে শীর্ষ আদালতে স্থগিতাদেশ আছে। তাই কি ভাবে তাঁকে ইমিগ্রেশন আটকাতে পারে? এই ঘটনায় রুজিরার পরিবার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, “অভিষেকের নব জোয়ার দেখে বিজেপি,কংগ্রেস, সিপিএম- ইর্ষা হচ্ছে।তাই রাজনৈতিক ভাবে না পেরে এই ব্যক্তি আক্রমণ করা হচ্ছে।”

কুণাল ঘোষের মন্তব্যের উত্তরে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। তাই কেন, কোন কারণে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয়েছে বলতে পারব না। তবে রুজিরা বন্দ্যোপাধ্যায় তো যে সে বাড়ির মানুষ নয়। তাঁর পরিবার জনপ্রিয়, খ্যাতিমান। তাঁর স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কারণ নিশ্চই আছে।” তবে কুণাল ঘোষের রাজনীতিতে না পেরে, বিরোধীরা ব্যক্তি আক্রমণ করছে, এই তত্ত্বকে খারিজ করে শমীক ভট্টাচার্য বলেন, “রাজনীতিটা হল কোথাও?  জোয়ার না ভাঁটা চলছে তা তো তৃণমূল নেতৃত্ব বলতে পারবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!