Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৪, ২০২২

রিপোর্টিংয়ের মাঝেই মিসাইলের আঘাতে অগ্নিদগ্ধ, যুদ্ধের বলি রুশ মহিলা সাংবাদিক

রিপোর্টিংয়ের মাঝেই মিসাইলের আঘাতে অগ্নিদগ্ধ, যুদ্ধের বলি রুশ মহিলা সাংবাদিক

যুদ্ধের ভয়বহতা তুলে ধরতেই সীমান্ত পার করে ইউক্রেনে গিয়েছিলেন রুশ সাংবাদিক । বুধবার নিজের দেশের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই মৃত্যু হল তাঁর। বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রিপোটিং-এর সময় রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন মহিলা সাংবাদিক। জানা গিয়েছে, মৃত ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি বর্তমানে দ্য ইনসাইডার নামক একটি তদন্তমূলক সংবাদমাধ্যমে কাজ করতেন। এর আগে তিনি রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দলে কাজ করতেন বলে জানা গিয়েছে। দ্য ইনসাইডার সংবাদসংস্থার তরফে তাদের ওয়েবসাইটে দাবি করা হয়, রাশিয়ার গোলাবর্ষণের কারণে ইউক্রেনের কী ক্ষয়ক্ষতি হচ্ছে, তা তুলে ধরছিলেন ওকসানা। সেই সময়ই পাশের একটি আবাসনে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। ওকসানার পাশাপাশি আরও একজন সাধারণ নাগরিক মারা গিয়েছেন এবং দুইজন আহত হয়েছেন বলেও খবর।

মাস আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই ইউক্রেনে এসেছিলেন ওকসানা । কিয়েভ ও লিভিভ থেকে তিনি একাধিক গ্রাউন্ড রিপোর্ট পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। ওই সংবাদসংস্থার তরফে ওকসানার মৃত্যুর খবর দেওয়া হয় এবং শোক প্রকাশ করা হয়।

এর আগে গত ১৫ মার্চ ফক্স নিউজ়ের এক চিত্র সাংবাদিকেরও মৃত্যু হয় যুদ্ধের অভিঘাতে। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল চিত্র সাংবাদিক পিয়েরে জাকরজেউস্কির। তার দু’দিন আগেই মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনউডও রুশ সেনার গুলিতে মারা যান। আহত হন ইরপিনে আরেকজন সাংবাদিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!