Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৪

৫০০ উইকেটের মাইলস্টোনে অশ্বিন, ডাকেটের ব্যাটিংয়ে পাল্টা জবাব ইংল্যান্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০০ উইকেটের মাইলস্টোনে অশ্বিন, ডাকেটের ব্যাটিংয়ে পাল্টা জবাব ইংল্যান্ডের

টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়ে হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জ্যাক ক্রলিকে আউট করার সঙ্গে সঙ্গে মাইলস্টোনে পৌংছে যান ভারতীয় দলের এই অফস্পিনার। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। আর বিশ্বের নবম বোলার হিসেবে তিনি এই অনন্য নজির গড়লেন।

টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলিথরন। তাঁর ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার প্রয়াত শেন ওয়ার্ন। তিনি পেয়েছেন ৭০৮ উইকেট। এরপরে রয়েছেন যথাক্রমে জেমস অ্যান্ডারসন (‌৬৯৬)‌, অনিল কুম্বলে (‌৬১৯)‌, স্টুয়ার্ট ব্রড (‌৬০৪)‌, গ্লেন ম্যাকগ্রাথ (‌৫৬৩)‌, কোর্টনি ওয়ালশ (‌৫১৯)‌ ও নাথান লায়ন (‌৫১৭)‌। লায়নের পর তালিকায় জায়গা করে নিলেন অশ্বিন।
ব্যাট হাতেও রাজকোটে অবদান রেখেছেন অশ্বিন। ৮৯ বলে করেন ৩৭ রান। আগের দিনের ৫ উইকেটে ৩২৬ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন প্রথম ফিরে যান কুলদীপ যাদব (‌৪)‌। কুলদীপ আউট হওয়ার পরের ওভারেই রবীন্দ্র জাদেজাকে (‌১১২)‌ তুলে নেন জো রুট। অভিষেক টেস্টে ধরুব জুরেল করেন ৪৬। যশপ্রীত বুমরার সংগ্রহ ২৬। ৪৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ১১৪ রানে ৪ উইকেট নেন মার্ক উড। ৮৫ রানে ২ উইকেট রেহান আমেদের। অ্যান্ডারসন, রুট, টম হার্টলি নেন ১টি করে উইকেট।
ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। জ্যাক ক্রলিকে সঙ্গে নিয়ে ১৩ ওভারে তুলে ফেলেন ৮৯। ১৫ রান করে আউট হন ক্রলি। তিনিই অশ্বিনের ৫০০ তম শিকার। ১১টি চারের সাহায্যে ৩৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডাকেট। তাঁর সেঞ্চুরি আসে ৮৮ বলে। ৩০ ওভারের মাথায় ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারায়। ৫৫ বলে ৩৯ রান করে সিরাজের বলে আউট হন অলি পোপ। ইংল্যআন্ডের রান তখন ১৮২। দিনের শেষে ইংল্যান্ডের রান ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭। রানের গড় ৫.৯১। ২১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৮ বলে ১৩৩ রানে অপরাজিত রয়েছেন বেন ডাকেট। জো রুট ১৩ বলে ৯ রানে অপরাজিত রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!