শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আর্জেন্টিনার বিশ্বজয়ের দিনেই ভারতের জন্য একটি সুখবর এল অবশ্য তা খেলার জগতে নয়, মূলত সৌন্দর্য প্রতিযোগিতাকে ঘিরে।
বছর ৩২-এর জম্মুর সরগম কৌশল, আমেরিকার লাস ভেগাসে আয়োজিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। বিশ্বের ৬৩ টি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে থেকে জয়ের স্বর্ণ মুকুটটি সরগমের মাথায় ওঠে। সেরার শিরোপা জয়ের খবর তিনি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। তার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যায় তিনি ইংরাজি সাহিত্যের একজন পোস্ট গ্র্যাজুয়েট। বিশাখাপত্তনমের একটি বিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। তাঁর বিবাহিত জীবনসঙ্গী বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।
১৯৮৪ সালে মূলত বিবাহিত নারীদের জন্যই মিসেস ওয়ার্ল্ড নামক বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাটি চালু হয়। সূচনায় এই প্রতিযোগিতার নাম ছিল মিসেস ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ১৯৮৮ সালে এই প্রতিযোগিতাটি বর্তমান শিরোনাম লাভ করে। ভারতের ডাক্তার অদিতি গোভিত্রিকর প্রথম বিবাহিত মহিলা যিনি এই শিরোপাটি ২০০১ সালে পান। এদিন তিনিও সরগমের এই সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34