Advertisement
  • দে । শ
  • মে ২২, ২০২৩

সেনার লাশের ওপর ভর করেই উনিশের লোকসভা ভোট, যথাযথ তদন্ত হলে পদত্যাগ করতে হত রাজনাথকে–মালিকের ‘সত্য’ বচনে অস্বস্তি প্রধানমন্ত্রীর

বুকের ওপর অদৃশ্য ছোরা, কে খুঁজবে সত্য ?

আরম্ভ ওয়েব ডেস্ক
সেনার লাশের ওপর  ভর করেই  উনিশের লোকসভা ভোট, যথাযথ তদন্ত হলে পদত্যাগ করতে হত রাজনাথকে–মালিকের ‘সত্য’ বচনে অস্বস্তি  প্রধানমন্ত্রীর

পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের গুলিতে  সেনাহত্যা নিয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রী  অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছেন জমু-কাশ্মীর রাজ্যের  ভূতপূর্ব রাজ্যপাল   সত্যপাল মালিক ।  সরাসরি বলেছেন, জওয়ানদের মৃতদেহের ওপর ভর করে ২০১৯ সালে ভোট  লড়েছিল শাসক গোষ্ঠী।  এজন্য দায়ী প্রধানমন্ত্রী ও তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।  দেশের মানুষকেএকথা মাথায় রেখে  আগামী নির্বাচনে  বিজেপিকে ভোট  দেওয়া উচিত নয়।  আবার ক্ষমতায় এলে  ক্ষমতায় এলে  নির্বাচন ব্যবস্থার কোনো চিহ্ন আর থাকবে না।

রবিবার রাজস্থানের আলওয়ারের বানসুরে এক অনুষ্ঠানে  যোগ দেন  সত্যপাল মালিক। এখানেই তিনি জানিয়েছেন,  পুলওয়ামায় সেনা কনভয়ের ওপর  হামলার  খবর  প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী  জিম করবেট পার্কে প্রমোদভ্রমণে  ব্যস্ত। সব তথ্য  জানানোর পর   নরেন্দ্র মোদি তাঁকে চুপ থাকতে নির্দেশ দিয়েছিলেন। তাঁর মতে, সঠিক তদন্ত হলে, সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পদত্যাগ করতে হত। জেলে যেতে হত পুলিশের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের।

শুধু জওয়ানদের ওপর হামলা নয়, দুর্নীতি প্রসঙ্গেও বিজেপি সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন সত্যপাল। বলেছেন, গোয়ার রাজ্যপাল থাকাকালে মুখ্যমন্ত্রীর আর্থিক তছরূপ নিয়ে  কেন্দ্রের  কাছে অভিযোগ জানিয়েছিলাম। তার খেসারত দিতে হয়েছিল।  আমাকে  রাজ্যপাল পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর ধারণা, এরকম বহু আর্থিক কেলেঙ্কারির টাকা আদানির কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে বিজেপি। রাহুল গান্ধি ওই  ধনকুবের গোষ্ঠীর ২০,০০০ কোটি টাকার উৎস নিয়ে প্রশ্ন করেছিলেন,  প্রধানমন্ত্রী  পুরোপুরি মৌনতা অবলম্বন করেছিলেন।

আর্থিক অনিয়মের অভিযোগে সত্যপালকেও অভিযুক্ত করা হয়েছে। সম্প্রতি ৩০০ কোটি টাকার বীমা কেলেঙ্কারিতে তাঁর নাম উঠে এসেছে।   এ বিষয়ে তাঁর দাবি, নিজেদের দুর্নীতি আড়াল করতেই কেন্দ্রের ক্ষমতাসীন শাসক দল পরিকল্পনা অনুযায়ী তাঁকে ফাঁসিয়েছে।  সৎপালের অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা অহরহ প্রশ্ন তুলছেন। নীরব শাসক গোষ্ঠী। রহস্যজনক সত্য কোথায়, কে খুঁজবে তা ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!