Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২০, ২০২৫

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা, ২ সপ্তাহের মধ্যে সিবিআই-কে হলফনামা পেশের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা, ২ সপ্তাহের মধ্যে সিবিআই-কে হলফনামা পেশের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় এখনও জেলবন্দি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাই-কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। আদালত তাঁর জামিন আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন। সে মামলায় সুপ্রিম কোর্ট সিবিআইকে ২ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাই-কোর্টের দারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পার্থর দুই বিচারপতি জামিনের ব্যাপারে একমত না হলে, মামলাটি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে চলে যায়। তাঁর নির্দেশে একটি তৃতীয় বেঞ্চ গঠন করা হয়, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি জামিনের আবেদন খারিজ করে দেন। পার্থের জামিনের আবেদন খারিজ করে তৃতীয় বেঞ্চের বিচারপতি চক্রবর্তী তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, ‘আইন অনুযায়ী জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম। তবুও বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। অযোগ্যেরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবনতি হয়। একই সঙ্গে বিচারপতি চক্রবর্তীর মন্তব্য করেছিলেন, ‘সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

এরপর পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন। সে মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এনকে সিংহের বেঞ্চ সিবিআইকে ২ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জামিনের বিরোধিতা করে এদিন বলছে এটি একটি গুরুত্বপূর্ণ তদন্ত, অভিযুক্তকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ সহ অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তবে, পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলবন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ইডি এবং সিবিআই-এর ২ টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলা বাড়ি ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাটে ইডি ব্যাপক তল্লাশি চালায়। অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা আর সোনার গয়না উদ্ধার করা হয়। মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল ৪৯ কোটি ৮০ লাখ টাকা। একাধিকবার জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন পার্থ। এই মামলায় সিবিআই বারবার পার্থের জামিনের বিরোধিতা করছে। একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে সওয়াল করছে। সিবিআই জানিয়েছে, জামিন দেওয়া হলে গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ নষ্ট হতে পারে। মামলায় পার্থ চট্টোপাধ্যের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হয়েছেন। পার্থের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়মের বিষয়ে তথ্য দিয়েছেন। এর ফলে জামিনের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে । বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা করে চিকিৎসা হয়েছিল তাঁর। এই পরিস্থিতিতে, পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির বিষয়টি সিবিআই-এর হলফনামা ও শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়, তার উপর নির্ভর করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!