Advertisement
  • বৈষয়িক
  • ফেব্রুয়ারি ২৪, ২০২২

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার পরই শেয়ার বাজারে ব্যাপক ধস

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার পরই শেয়ার বাজারে ব্যাপক ধস

বড়সড় ধাক্কা খেল শেয়ার বাজার। রাশিয়ার এক ঘোষণায় হুলুস্থুলু পড়ে গেল বিশ্ব বাজারে। ভারতেও বাজার খোলার পরেই বড়সড় পতনের মুখে পড়েছে সেনসেক্স। নেমে গিয়েছে ১,৪২৮.৩৪ পয়েন্ট। একই পরিস্থিতির মুখে পড়েছে নিফটি। বাজার খোলার পরই ৫১৪.৩৫ পয়েন্ট পড়ে গিয়েছে শেয়ার বাজারের সূচক।
বৃহস্পতিবার বাজার খোলার কিছুটা আগেই ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ঘোষণার জেরে বাজার খোলার পরেই সেনসেক্সের সূচক নামতে থাকে। এক ধাক্কায় ৫৬,০০০ পয়েন্টের নীচে নেমে যায় । নিফটির ক্ষেত্রেও অন্যথা হয়নি। তিন শতাংশের বেশি পতনের হয়েছে । নেমে গিয়েছে ১৬,৫৫০ পয়েন্টের নীচে।

বৃহস্পতিবার শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে অধিকাংশ বড় সংস্থা। পড়েছে অধিকাংশ সংস্থার শেয়ার। সকাল ৯ টা ২৭ মিনিটের পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি ধাক্কা খেয়েছে টাটা স্টিল। যে সংস্থার শেয়ার ৩.৮১ শতাংশ পড়ে গিয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) এবং টাইটানের শেয়ার পড়েছে যথাক্রমে ২.৯১ শতাংশ এবং ১.৭৩ শতাংশ। ভারতীয় এয়ারটেল, মারুতি, উইপ্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাঙ্কের যথাক্রমে ৩.৩৬ শতাংশ ২.৬৭ শতাংশ ২.৮ শতাংশ, ২.৮ শতাংশ এবং ২.৮৩ শতাংশ শেয়ার পড়েছে। সমস্ত সেক্টোরিয়াল সূচকই লাল চিহ্ন সহ নিম্নমুখী হয়ে পড়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!