Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৫, ২০২২

‘সেবা করুন’ ! প্রতিষ্ঠা দিবসের আগে দলের সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

সাংসদদের দলের নাম বা প্রতীক সম্বলিত গেরুয়া টুপি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর ছবি দেওয়া টুপি পরতেও দেখা যায় কয়েকজন সাংসদকে।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সেবা করুন’ ! প্রতিষ্ঠা দিবসের আগে দলের সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

বিজেপির সাংসদের জনগণের ‘সেবা’য় নিজেদের উৎসর্গ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে দলের মেগা ‘সামাজিক ন্যায় পাখওয়াড়া’। এই বিশেষ কর্মসূচির প্রচার শুরু করার পাশাপাশি বিজেপি সাংসদদের জন্য ১৪ দিনের একটি বিশদ কর্মসূচিও নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দলের প্রতিষ্ঠা দিবসের এক দিন আগে বিজেপির সংসদীয় সভায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সমাজের বিভিন্ন অংশকে লক্ষ্য করে সরকারের বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করেছেন এবং সেসবের বিশদ বিবরণ দিয়ে মানুষের কাছে পৌঁছাতে বলেছেন সাংসদদের।

নাগাল্যান্ড থেকে সম্প্রতি নির্বাচিত হয়েছেন প্রথম মহিলা সাংসদ, তিনিও এই দিনের সভায় উপস্থিত ছিলেন। উত্তর-পূর্বে দলের উত্থানের বিষয়টিও এই সভাতে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিজেপি প্রধান জেপি নাড্ডা জানিয়েছেন এই প্রথম রাজ্যসভায় ১০০ জন সাংসদ থাকার কৃতিত্ব অর্জন করেছে এই দল।

সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মোদি সাংসদদের সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নিতে বলেছেন। সাংসদদের দলের নাম বা প্রতীক সম্বলিত গেরুয়া টুপি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর ছবি দেওয়া টুপি পরতেও দেখা যায় কয়েকজন সাংসদকে।

দলের সাংসদ এবং অন্যান্য সদস্যরা ৭ এপ্রিল স্বাস্থ্য বীমা কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘জন ঔষধি কেন্দ্র’র গুরুত্ব নিয়ে কথা বলবেন। ৮ এপ্রিল এবং ৯ এপ্রিল প্রচারাভিযানের কেন্দ্রবিন্দুতে থাকবে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার বিষয়টি । ৯ এপ্রিল এবং ১৪ এপ্রিল সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং বিআর আম্বেদকরের জন্মবার্ষিকীও ব্যাপকভাবে পালন করবে গেরুয়া শিবির।

প্রহ্লাদ জোশী জানান, বিজেপি সদস্যদের ১২ এপ্রিল কোভিড-১৯ টিকাদান কর্মসূচিকে সামনে নিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী মোদি সাংসদদের স্কুল পরিদর্শনও করতে বলেছেন যাতে ছাত্রছাত্রীদের টিকা নিতে অনুপ্রাণিত করা যায়। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ চলাকালীন সংসদ সদস্যদের তাঁদের এলাকায় পুকুর পরিষ্কার করার জন্যও কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!