Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২০, ২০২২

বাম যুবাদের উচ্ছাসে হতবুদ্ধ প্রশাসন, রাজপথে লাল দাপট

আরম্ভ ওয়েব ডেস্ক
বাম যুবাদের উচ্ছাসে হতবুদ্ধ প্রশাসন, রাজপথে লাল দাপট

যৌবনের উচ্ছাসে হতবুদ্ধ প্রশাসন । বাম ছাত্রযুবদের জমায়েতে উপচে পড়ল রাস্তা, ‘ইনসাফ সভা’র ভিড়ের ঠেলায় অবরুদ্ধ ধর্মতলা মোড় ।

বামেদের ছাত্রযুব সংগঠনের সভাস্থল নিয়ে বেঁধে ছিল বিতর্ক । গত সপ্তাহে প্রেস ক্লাবে, বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, পুলিশ অনুমতি দেয়নি । তবু ২০ সেপ্টেম্বর বাম ছাত্র-যুবদের ইনসাফ সভা হবে ভিক্টোরিয়া হাউসের সামনেই । আনিস খান হত্যা থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের এসএসসি পরীক্ষার্থী— সব সমস্যার বিহিত চেয়েই ধর্মতলায় ‘ইনসাফ সভা’র ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই ।

আজ, মঙ্গলবার সকালে, মিছিলের শুরুতেও ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, পুলিশের অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই । তবে কমরেডরা আসবেন । জায়গা না হলে মানুষ নিজের জায়গা করে নেবেন ।

কার্যত বাম ছাত্রযুবদের সমাবেশে উপচে পড়ল রাস্তা । পুলিশ প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই, তৃণমূল একুশে জুলাই যেখানে সভা করে, সেখানেই জমায়েতকে বসিয়ে দিল সিপিএমের ছাত্র-যুবরা । এই সভায় জন সমাবেশ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন বামেরা । আর সভার শুরু থেকেই দেখা গেল তারই প্রতিফলন । এই জমায়েত দেখে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, এই জামায়েত সংগঠিত এবং কৌশলী ।

তৃণমূল সরকারের আমলে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিল । তাতে বলা হয়েছিল, ২১ জুলাই ওই জায়গায় শুধু তৃণমূলই সভা করতে পারবে । বছরের আর কোনও দিন আর কোনও দল তা পারবে না । একই নির্দেশিকায় বলা হয়েছিল, ৩১ অগস্ট খাদ্য আন্দোলনের শহিদ দিবসে বামেরা কেবল সভা করতে পারবে এসপ্ল্যানেড ইস্টে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!