Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জুন ১৭, ২০২২

জল ভেঙ্গে হাইড্রোজেন।গবেষণায় অভূতপূর্ব সাফল্য। বঙ্গতনয় রিয়াজের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
জল ভেঙ্গে হাইড্রোজেন।গবেষণায় অভূতপূর্ব সাফল্য। বঙ্গতনয় রিয়াজের ।

হাইড্রোজেন শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদি সরকার । গবেষণার জন্য বরাদ্দ হয়েছে ৮০০ কোটি টাকা। এ গবেষণায় ভারতের অভিমুখে ঔজ্জ্বল্য এঁকে দিলেন বঙ্গতনয় শেখ রিয়াজউদ্দিন । রিয়াজের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকে। গ্রামের নাম বাঁধমুড়ো। বাবা সাধারণ কৃষক। রিয়াজ বরাবর বিজ্ঞানের মেধাবী ছাত্র। আশৈশব গবেষণায় আসক্ত। জল থেকে হাইড্রোজেন আবিষ্কার করে বিস্ময় জাগিয়ে তুলেছেন গোটা বিশ্বে। সৌদি আরব ও আমেরিকা থেকে আমন্ত্রণ এসেছে, তাঁর কাছে। ক্যালিফোর্ণিয়ায় বিশ্ববিদ্যালয় আরবের কিং আব্দুল্লাহ তাঁকে পোস্ট ডক্টরেট করার সুযোগ দিতে পুরোপুরি প্রস্তুত। ভারত ছেড়ে বিদেশে যেতে আগ্রহী নন রিযাজ। তাঁর অঙ্গীকার, দেশের ভেতর নিজের গবেষণা চালিয়ে যাবেন। রিয়াজের প্রাথমিক লেখা পড়া গ্রামে। উচ্চ মাধ্যমিক সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আল আমীন মিশনের বর্ধমান শাখা থেকে । স্নাতকোত্তর ডিগ্রি আলিগড় বিশ্ববিদ্যালয়ের। নেট-গেট পরীক্ষায় উত্তীর্ণ। পাঞ্জাবের মোহালি ইন্ডিয়ান ইন্সটিটিউটে ন্যানো সায়েন্স নিয়ে গবেষণারত। স্ত্রী ওয়াহিদা খাতুন পাঞ্জাবেই থাকেন। তাঁর সাফল্যের খবরে পুলকিত বাংলা। প্রাণিত কাটোয়ার বাঁধমুড়ো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!