- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৯, ২০২৪
৫৫ দিন ‘অধরা’ থাকার পর অবশেষে গ্রেপ্তার শাহজাহান, তোলা হল বসিরহাট আদালতে
৫৫ দিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। বুধবার মধ্যরাতে মিনাখাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আজ তাঁকে বসিরহাট আদালতে তোলা হয়। আপাতত আদালতের লক আপেই রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিতর্কিত নেতাকে।
#WATCH | West Bengal | TMC leader Sheikh Shahjahan brought to Basirhat Court lockup after his arrest.
ADG (South Bengal) Supratim Sarkar said that he has been arrested in a case which happened on 5th January 2024 where ED officers were assaulted during the course of raid they… pic.twitter.com/ItD5468T3s
— ANI (@ANI) February 29, 2024
রেশন দুর্নীতির তদন্তের জন্য ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শাহজাহানের বাহিনীর হাতে আক্রান্ত হল ইডি আধিকারিকরা। এরপরই তাঁরা শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সন্দেশখালিতে সন্ত্রাসের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা বেআইনিভাবে জমি দখল, মারধোর, হুমকি, ধর্ষণ, শ্লীলতাহানির সঙ্গে যুক্ত। শাহজাহান, অজিত মাইতি, উত্তম মাইতি, শিবু হাজরাদের বিরুদ্ধে গনঅভ্যুত্থান হয়। চাপে পড়ে উত্তম, শিবু, অজিতকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, শেখ শাহজাহান হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন আগেই খারিজ করে দিয়েছিল। তা সত্ত্বেও পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেনি। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আদালত হাত–পা বেঁধে দেওয়াতেই পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না।
#WATCH | Kolkata | West Bengal Governor CV Ananda Bose says, “Today in Bengal, we see the beginning of an end. The arrest of the prime accused in the Sandeshkhali incidents is an eye-opener for everyone. This is only the beginning…We have to put an end to violence in Bengal. In… pic.twitter.com/giwlgCNH53
— ANI (@ANI) February 29, 2024
বুধঝবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ’শাহজাহানকে গ্রেপ্তার না করার জন্য পুলিশকে কোনও নির্দেশই দেওয়া হয়নি। আমরা পুলিশকে বলিনি, যে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইডির মামলায় শুধু সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।’ এই নির্দেশের পরই বুধবার মধ্যরাতে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ।
❤ Support Us