- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৩, ২০২৫
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে শুভমান, এগোলেন রোহিত

ফেব্রুয়ারি মাসে আইসিসি–র সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে ছিলেন ৩ জন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের সঙ্গে ভারতের শুভমান গিল। স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে আইসিসি–র সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের এই ওপেনার। শুধু ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তকমা ছিনিয়ে নেওয়াই নয়, আইসিসি–র র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানও ধরে রেখেছেন শুভমান। অন্যদিকে, ২ ধাপ উঠে এসেছেন রোহিত শর্মা।
ফেব্রুয়ারিতে ৫টি একদিনের ম্যাচে ৪০৬ রান করেছেন শুভমান, গড় ১০১.৫০। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টানা ৩ ম্যাচেই ৫০–এর বেশি রান করেছিলেন। নাগপুরে ৮৭, কটকে ৬০, আহমেদাবাদে ১১২। সিরিজের সেরাও হয়েছিলেন। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও ফর্ম ধরে রেখেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০১, পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচে ৪৬ রান। এই নিয়ে তৃতীয়বার আইসিসি–র মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন শুভমান। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে সেরা ক্রিকেটার হয়েছিলেন।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ফাইনালের সেই ইনিংসই একদিনের র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে তাঁকে। দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন রোহিত। শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৪ । দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন, পঞ্চম স্থানে বিরাট কোহলি। দুজনই এক ধাপ করে নেমে গেছেন। একধাপ এগিয়ে ৬ নম্বরে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট নেওয়া স্যান্টনার ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব ৩ ধাপ এগিয়ে উঠেছেন তিন নম্বরে। ৩ ধাপ এগিয়ে রবীন্দ্র জাদেজা উঠেছেন দশে। ম্যাট হেনরি ৩ ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমেছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
❤ Support Us