Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

দোষীদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ গুরুদ্বার কমিটির।মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন, আশ্বাস বোসের

আরম্ভ ওয়েব ডেস্ক
দোষীদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ গুরুদ্বার কমিটির।মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন, আশ্বাস বোসের

‘খলিস্তানি’ বিতর্কের আঁচ পৌঁছালো এবার রাজভবনের অলিন্দে। অসহিষ্ণু মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন শিখ গুরুদ্বার কমিটির প্রতিনিধিরা । এই নিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা ।

বৃহস্পতিবার, ওই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর, রাজ্যপাল সিভি আনন্দ বোস এপ্রসঙ্গে বলেন, ‘ আমাদের এমন কিছু করা উচিত নয়, যা আমাদের শিখ ভাইদের ভাবাবেগকে আহত করে। ‘খলিস্তানি’ মন্তব্যের নিন্দা করে তিনি বলেন, এই মন্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছে বাংলা এবং সহমর্মিতার প্রশ্নে প্রত্যেক বাংলাবাসী শিখ ভাইদের পাশে থাকবেন ।’ পাশিপাশি বিষয়টি যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত, তাই এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ।

শিখ গুরুদ্বার কমিটির প্রতিনিধিদের স্মারকলিপির উত্তরে রাজ্যপাল তাঁর লিখিত বয়ানে আরো জানিয়েছেন, দেশের নিরাপত্তা এবং অগ্রগতিতে পাঞ্জাবি জাতির ত্যাগ এবং বীরত্বকে কুর্নিশ জানাতে রাজভবনের জমিতে পঞ্জাবি বাগ তৈরি করা হবে । পাশাপাশি, আগামী শুক্রবার তিনি রাজভবনে শহীদ ভগৎ সিংহের একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হবে ।

এদিকে রাজ্যের বিরোধী দলনেতার বেলাগাম মন্তব্যের নিন্দায় মঙ্গলবার থেকেই টানা বিক্ষোভ অবস্থান শুরু হয় ৬ নম্বর মুরলীধর সেন লেনে। সেখানে রাজ্য বিজেপির দফতর ঘিরে শিখ নেতারা অবস্থান করেন।বৃহস্পতিবারও ওই বিক্ষোভ চলবে। আজ ওই সমাবেশে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হবে বলে জানিয়েছেন শিখ নেতারা ।ওই অপমানজনক মন্তব্যের বিরোধিতায়, শুক্রবার দুপুর ২টোয় এক সর্ব ধর্ম প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন তাঁরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!