- ভা | ই | রা | ল
- মে ১২, ২০২৩
চিনা সরকারি বিজ্ঞাপনে বলিউডের গান। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিতর্ক, তড়িঘড়ি ভিডিয়ো সরিয়ে নিল চিনা জননিরাপত্তা মন্ত্রক

সড়ক নিরাপত্তার সচেতনতা বাড়াতে চিনা ভিডিয়োও বলিউডের গানের ব্যবহার ঘিরে বাঁধলো নতুন বিতর্ক।সোশ্যল মিডিয়ায় বিজ্ঞাপনটি প্রকাশ করার পর, বেইজিং এর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তোলে নেটিজেনরা। তারপরই বিজ্ঞাপনটি সরিয়ে নেয় চিনের সরকার।
ভিডিওটি প্রথম চিনের জননিরাপত্তা মন্ত্রকের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে গত সপ্তাহে, একটি সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় পথ নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি ওই সরকারি বিজ্ঞাপনটি।
You can’t make this up! The official account of the Ministry of Public Security (Chinese police) has used the video of blackfaced Chinese performers who make videos while dancing to Bollywood tunes to teach people about road safety. https://t.co/4jvoN6Orea pic.twitter.com/HI7KaF40F1
— Aadil Brar (@aadilbrar) May 8, 2023
বিজ্ঞাপনে নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড গানের তালে চিনা শিল্পীদের পাগড়ি এবং রঙিন পোশাকে নাচতে দেখা যায়চিনের জননিরাপত্তা মন্ত্রক ভিডিয়োটিতে রাস্তায় বাইক এবং গাড়ি চালানোর বিভিন্ন সতর্কতা বিধির বার্তা দিয়েছে সেখানে। ইতিমধ্যেই প্রায় ১.২ মিলিয়ন লাইকও পায় ওই বিজ্ঞাপন।এরপরই বলিউড গানের ব্যবহার নিয়ে প্ৰশ্ন তোলেন কিছু নেটিজেন। কেউ কেউ বলেন, এভাবে সরকারি প্রচারে বলিউডের গানের ব্যবহার ঠিক হয়নি, গণ সচেতনতা গড়ে তোলার জন্য ভিডিয়োটি তৈরি হলেও, শিল্পীদের গায়ের রঙ কালো দেখিয়ে ভারতীয়দের ভাবাবেগে আঘাত করছে।তার পরই তড়িঘড়ি ভিডিয়োটি সরিয়ে নেয় চিনা সরকার।
❤ Support Us